শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


আজকের কাগজের গুরুত্বপূর্ণ ১০ খবর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সংবাদ সংকলন : আবিদ আনাম

GTY_hillary

এক. আজ মার্কিন  প্রেসিডেন্ট বেছে নেবেন নির্বাচকরা

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের বিজয়ী প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের জন্য আজ সোমবার এক গুরুত্বপূর্ণ দিন। মার্কিন নির্বাচনের ব্যতিক্রমধর্মী নিয়ম অনুসারে ৫৩৮ জন ইলেকটর বা নির্বাচক ১৯ ডিসেম্বর দেশজুড়ে কংগ্রেস ভবনগুলোয় ভোট দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট নির্বাচন করে থাকেন।

দীর্ঘদিন ধরেই ইলেকটোরাল কলেজ বা নির্বাচকমণ্ডলীর ভোট নিছক একটা আনুষ্ঠানিকতায় পর্যবসিত হলেও ৮ নভেম্বরের ভোটে ট্রাম্পের অপ্রত্যাশিত বিজয় এ পদ্ধতিকে আবার আলোচনায় নিয়ে এসেছে। মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপের অভিযোগ সেই আলোচনাকে করেছে জোরদার। প্রথম আলো

দুই. প্রধানমন্ত্রীর প্লেনে নাশকতার চেষ্টা হয়েছিল!

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী উড়োজাহাজে নাশকতার চেষ্টা হয়েছিলো বলে জানিয়েছে তদন্ত কমিটি। তদন্ত প্রতিবেদনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননও জানিয়েছেন, বিমানের যান্ত্রিক ত্রুটি মনুষ্যসৃষ্ট। এ বিষয়ে ফৌজদারি মামলা দায়েরের সুপারিশ করেছে তদন্ত কমিটি। সাময়িক বরখাস্তকৃত ছাড়াও তদন্তে আরো অনেকের নাম বেরিয়ে এসেছে। তাদের সকলের বিরুদ্ধেই মামলা হচ্ছে। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনার সঙ্গে বিমানের প্রকৌশল পরিদপ্তরের প্রধান প্রকৌশলীসহ সংশ্লিষ্ট বিভাগের অনেকেই জড়িত। এছাড়া ভিভিআইপি এই উড়োজাহজটি হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের উদ্দেশে উড্ডয়নের ২৪ ঘণ্টা আগে এর দায়িত্বে ছিল আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন)। তাদের দায়িত্বে অবহেলাও এর সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে। ইত্তেফাক

3333333333333

তিন. বঙ্গভবনে বিএনপি নেতাদের উঞ্চ আতিথেয়তা, ছয় পদের নাস্তা

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলের প্রতিনিধিরা বঙ্গভবনে অত্যন্ত হূদ্যতাপূর্ণ উঞ্চ আতিথেয়তা পেয়েছেন। মির্জা ফখরুল জানিয়েছেন, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ও উঞ্চ আমজে হয়েছে আলোচনা। পরে আপ্যায়নে রাষ্ট্রপতির আন্তরিকতা ছিলো অভাবনীয়।

লে. জেনারেল অব. মাহবুবুর রহমান জানান, বঙ্গভবনে দারুণ সময় কেটেছে রাষ্ট্রপতির সাথে। তিনি অতিশয় আন্তরিক মানুষ। বৈকালিক আপ্যায়নের বিশাল আয়োজন দেখে খুব আপ্লুত হয়েছি। খাবার মেন্যুতে ছিলো-গুড়ের সন্দেশ, ফিস সিঙ্গাড়া, চিকেন পেটিস, কাজু বাদাম, চিকেন স্যন্ডউইচ, জুস, কফি এবং চা। রাষ্ট্রপতি সকলের সঙ্গে আলাদা আলাদাভাবে কুশল বিনিময় করেছেন। কথা বলেছেন। খোঁজখবর নিয়েছেন। বেগম খালেদা জিয়াকে বিদায় জানাতে বঙ্গভবনের গোলচত্বর অবধি হেটে আসেন রাষ্ট্রপতি। ইত্তেফাক

 চার. প্রস্তুত হচ্ছে বাণিজ্য মেলার মাঠ

আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হতে আর বাকি ১২ দিন। এ আয়োজনের এখন প্রস্তুতি চলছে পুরোদমে। নির্মাণ ও সাজসজ্জা শেষ করতে সব স্টল ও প্যাভিলিয়নে চলছে কাজের তোড়জোড়। প্রতিবছররের মতো ঢাকায় পণ্য প্রদর্শনীর সবচেয়ে বড় এই আন্তর্জাতিক আসর ১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের মাঠে। সমকাল

পাঁচ. নারায়ণগঞ্জ সিটি নির্বাচন : আইভী ও সাখাওয়াত সমান আশাবাদী
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে প্রচার-প্রচারণা এখন শেষপ্রান্তে। আগামীকাল রাত ১২টায় শেষ হবে প্রচারণা।আর সে কারণেই থেমে থাকার সুযোগ নেই মূল প্রতিদ্বন্দ্বীদের। গতকাল রবিবার প্রার্থীরা রুদ্ধশ্বাসে ছুটেছেন নগরের বিভিন্ন প্রান্তে। মেয়র পদে নৌকা ও ধানের শীষ প্রতীকের প্রার্থীর জন্য নিজ দলের কেন্দ্রীয় নেতারাও মাঠ চষে বেড়াচ্ছেন। মূলত প্রচারণায় পিছিয়ে পড়েছেন মেয়র পদের অন্য চার প্রার্থী। আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী সেলিনা হায়াত আইভী ও বিএনপির সাখাওয়াত হোসেন খান সুষ্ঠু ভোটে জয়লাভের ব্যাপারে প্রবল আত্মবিশ্বাসী। গতকাল দুজনই গণসংযোগ ও প্রচারণায় ব্যস্ত সময় কাটিয়েছেন। প্রতিক্রিয়ায় দুজনই জানিয়েছেন নিজের পক্ষে গণজোয়ার তৈরির তথ্য। কালেরকণ্ঠ

isha17

ছয়. মিয়ানমার অভিমুখে ইসলামী আন্দোলনের লংমার্চ করতে দেয়নি পুলিশ

মিয়ানমার অভিমুখে পূর্ব ঘোষিত ইসলামী আন্দোলনের লংমার্চ শুরু করতে যাত্রাবাড়ীর কাজলায় গতকাল সকালে আন্দোলনের নেতাকর্মী এবং স্বতস্ফূর্ত অংশগ্রহণকারীদের জমায়েত হতেই দেয়নি পুলিশ। লংমার্চ করতে না দেয়ায় ইসলামী আন্দোলন পল্টন এলাকায় প্রতিবাদ সমাবেশ করে আগামী ২৩ ডিসেম্বর জেলায় জেলায় প্রতিবাদ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে। ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ পুলিশ প্রশাসনের মৌখিক অনুমতি নিয়েই জাতীয় প্রেসক্লাবে’র লংমার্চ শুরুর স্থান নির্ধারণ করেছিল। কিন্তু পুলিশের অনুরোধে লংমার্চ শুরুর জমায়েতের স্থান যাত্রাবাড়ী কাজলায় স্থানান্তর করা হয়। পুলিশ সহযোগিতার আশ্বাসও দিয়েছিল। শনিবার দিবাগত রাত ১২টা পর্যন্ত সেই মোতাবেক লংমার্চের প্রস্তুতি চলছিল। ঢাকা বিভাগসহ দেশের দক্ষিণাঞ্চলের লংমার্চে অংশগ্রহণকারী অনেকেই তখন ঢাকায় পৌঁছে গিয়েছিল। অনেকেই ছিল পথে। কিন্তু পুলিশের পক্ষ থেকে যখন লংমার্চ-এর জন্য জমায়েত হতে না দেয়ার খবর দেয়া হল, ততক্ষণে গভীররাত। ফলে এ বিষয়টি আগত কাউকেই অবগত করানো যায়নি। ফলে লংমার্চে অংশগ্রহণকারী শত শত বাস, পিকআপ, মাইক্রো, হাইয়েজে ঢাকায় উপস্থিত হয়েছে। লংমার্চ শুরুর পূর্বে সমাবেশ শুরু করার জন্য কাউকেই সুযোগ দেয়নি পুলিশ। এ পরিস্থিতিতে বেলা ১০টার পর সিদ্ধান্ত হয় পল্টন এলাকায়ে লংমার্চে বাধার প্রতিবাদে সমাবেশ হবে। এ খবর পেয়ে অংশগ্রহণকারীরা পল্টনের দিকে আসতে থাকে। দেখতে দেখতে পল্টন, দৈনিকবাংলা, জিপিও এলাকা লোকেলোকারণ্য হয়ে যায়। ইনকিলাব

সাত. রাজধানীতে ট্রাকচাপায় ২ নারী নিহত

রাজধানীর শ্যামপুর ধোলাইপাড় এলাকায় ট্রাকচাপায় দুই নারী শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় আছিয়া নামে আরও এক নারী শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।রবিবার (১৮ ডিসেম্বর) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বাংলাদেশ প্রতিদিন

আট. আদিয়াতকে কে দেখবে?

তখন ভোররাত সাড়ে তিনটা। আগুন, আগুন চিৎকারে ঘুম ভাঙে স্বামী সৈয়দ হোসেন (৩৫) ও স্ত্রী নাহিদা সুলতানার (২৬)। দুই বছরের ছেলে আদিয়াত হোসেনকে নিয়ে দ্রুত ঘর থেকে বেরিয়ে আসেন তাঁরা। বাইরে এসে দেখেন, পাশের বাড়িতে আগুন জ্বলছে। চারদিকে হইহুল্লোড়, চিৎকার। ছেলেকে একজনের কাছে রেখে স্বামী-স্ত্রী দুজনেই আগুন নেভানোর কাজে নেমে পড়েন। এর মধ্যে আগুন ছড়িয়ে পড়ে তাঁদের একতলা বাড়ির সামনের অংশেও।

বেশ কিছুক্ষণ পর আগুন নিয়ন্ত্রণে এসেছে মনে করে নিজ ঘরে ঢোকেন নাহিদা। অন্যদের বলে যান শিক্ষাগত যোগ্যতার সনদগুলো আলমারি থেকে বের করে নিয়ে আসবেন। কিন্তু অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পরও স্ত্রী বের হচ্ছেন না দেখে ঘরে ছুটে যান স্বামীও। শেষ পর্যন্ত দুজনেরই কেউ আর ঘর থেকে জীবিত বের হয়ে আসতে পারেননি। প্রথম আলো

bnp_boithok

নয়. ‘রাষ্ট্রপতির সঙ্গে আলোচনায় আমরা খুশি এবং আশাবাদ’

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্রপতির সঙ্গে আলোচনায় আমরা খুশি এবং আশাবাদী। আমাদের আশা, অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে এখন রাষ্ট্রপতি বাছাই কমিটির পদ্ধতি নির্বাচন করবেন।

তিনি আগামী মাসের মধ্যেই এই প্রক্রিয়া শেষ করবেন বলে আমরা আশাবাদী।

আজ রবিবার নির্বাচন কমিশন গঠন বিষয়ে বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সংলাপ শেষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

মির্জা ফখরুল সংলাপের বিষয়ে আরও বলেন, রাষ্ট্রপতি আজকেই প্রথম বিএনপির সঙ্গে আলোচনায় বসলেন। রাষ্ট্রপতি এ বিষয়ে বলেছেন, যেহেতু আপনারাই প্রথম আলোচনার জন্য আহ্বান জানিয়েছেন, তাই আপনাদের (বিএনপি) প্রথমেই ডেকেছি। তিনি বলেছেন, সবার কাছে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করা জরুরি। আশা করি, সবাই এতে থাকবেন। আলোকিত বাংলাদেশ

obaydul-kader

দশ. বিএনপির নীতি হলো, ‘সালিস মানি তালগাছটা আমার’

সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির নীতি হলো, ‘সালিস মানি তালগাছটা আমার।’

তিনি বলেন, নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে বঙ্গভবনে সংলাপ শুরু হয়েছে। প্রথমদিনই রাষ্ট্রপতির সঙ্গে আলোচনার টেবিলে বসেছে বিএনপি। তবে এ সংলাপ সফল কি না তা নিয়ে আশঙ্কা রয়েছে।

গতকাল রোববার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপির শুভবুদ্ধির উদয় হয়েছে। রাষ্ট্রপতির কাছে তারা গিয়েছে। ৫ জানুয়ারি নির্বাচনের আগে বিএনপি যদি গণভবনে যেত তাহলে বাংলাদেশের রাজনীতির ইতিহাস ভিন্ন হতে পারতো। ওবায়দুল কাদের বলেন, ক্ষমতায় আসার রাজনীতি যারা করে, এ যাদের মন-মানসিকতা তাদের জন্য জনসমর্থনের পাল্লা ক্রমেই সংকুচিত হবে। বিএনপি আজ কী চায় সেটা তারা নিজেরাও জানে না। সংগঠনটির সভাপতি মোল্লা মোহাম্মদ আবু কাউছারের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। আমাদের অর্থনীতি

আআ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ