বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫


জার্মানিতে শরণার্থীদের খ্রিস্টান হওয়ার হিড়িক; কারণ কী?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

german3আওয়ার ইসলাম: জার্মানিতে যুদ্ধবিধ্বস্ত মধ্যপ্রাচ্য থেকে পালানো মুসলিম শরণার্থীদের মধ্যে খ্রিস্ট ধর্মে রূপান্তরিত হওয়ার প্রবণতা শুরু হয়েছে। জার্মানির স্থানীয় চরগুলিতে রোজই একদল করে মুসলিম শরণার্থী খ্রিস্টান ধর্মাবলম্বী হচ্ছেন।
'তুমি কি মনে প্রাণে বিশ্বাস করো, প্রভু যিশু তোমার ঈশ্বর, ত্রাতা এবং তুমি প্রতিদিন তাঁকে অনুসরণ করবে?' জন্মগত ইরানের বাসিন্দা বছর ২০-র মাতিনের কথায়, 'চার্চের পাদরির এই প্রশ্নের উত্তরে হ্যাঁ বলে আমি খুবই খুশি।'
২০১৫ সালে মধ্যপ্রাচ্য থেকে কমবেশি প্রায় ৯ লক্ষ শরণার্থী আশ্রয় নিয়েছেন জার্মানিতে।
দক্ষিণ-পশ্চিম জার্মানির ক্যাথলিক চার্চের এক পাদরি ফেলিক্স গোল্ডিঞ্জার জানাচ্ছেন, প্রতিদিনই প্রচুর শরণার্থী খ্রিস্টধর্মে দীক্ষিত হচ্ছেন। প্রচুর অনুরোধ জমা পড়ছে চার্চে। তবে শরণার্থীদের এরকমভাবে দলে দলে খ্রিস্টান হওয়ার হিড়িকে উদ্বেগ প্রকাশও করছেন স্থানীয় চার্চগুলির পাদরিরা।
গোল্ডিঞ্জারের কথায়, 'এটা ভাববার বিষয়, কেন ওঁরা খ্রিস্টান হতে চাইছেন। দলে দলে মানুষ খ্রিস্ট ধর্ম অবলম্বন করলে, আমাদের তো ভালোই লাগবে। কিন্তু প্রশ্নটা হল, এই মানুষগুলি সত্যিই মনেপ্রাণে খ্রিস্টধর্মে বিশ্বাসী কিনা। তবে আমাদের মনে হচ্ছে, এই মানুষগুলি মুসলিম থাকাকালীন নিজের দেশের সেই যন্ত্রণাদায়ক দিনগুলি মনে করেই হয়তো খ্রিস্টধর্মে আসছেন। এবং ইসলামের দোহাই দিয়ে সন্ত্রাসবাদীরাই এর জন্য দায়ী।'

সূত্র: এই সময়


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ