শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কাল যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল

তারিক জামিলের চোখে জুনায়েদ জামশেদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

jamshed9ওয়ালি উল্লাহ সিরাজ: জুনাদেন জামশেদ বলতেন, আল্লাহ ও তার রাসুলের প্রদর্শিত পথে চলো এবং সে পথেই জীবন শেষ করো। ব্যক্তিগতভাবে জুনায়েদ জামশেদ উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। তিনি রঙিন এই দুনিয়া ছেড়েছেন আর কখনো সেদিকে ফিরে তাকাননি।

পাকিস্তানের খ্যাতনামা ইসলামি সঙ্গীত শিল্পী জুনায়েদ জামশেদ বিমান বিধ্বস্তে নিহত হয়েছেন। তার স্মরণে মাওনালা তারেক জামিল পাকিস্তানের একটি বেসরকারি টেলিভিশনে একথা বলেন।

তিনি আরো বলেন, জুনায়েদ জামশেদ একজন প্রেমময় পিতা ছিলেন, জীবনের প্রতি পড়তে পড়তে তার নৈতিক চরিত্র ছিল অনেক তাৎপর্যপূর্ণ। আমার জীবনে আমি তার মত উত্তম চরিত্রবান মানুষ খুব কমই দেখেছি। আমার আর জুনায়েদ জামশেদের সাঈদ আনোয়ারের পরিবারকে সাহায্য করার জন্য যাওয়ার একটা প্রোগ্রাম ছিলো, কিন্তু আমার বিভিন্ন কাজে জুড়ে থাকার কারণে যাওয়া হয়নি।

মাওনালা তারেক জামিল বলেন, জুনায়েদ জামশেদ বলতেন, আল্লাহ ও তার রাসুলের প্রদর্শিত পথে চলো এবং সে পথেই জীবন শেষ করো। জুনায়েদ জামশেদ উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। তিনি রঙিন এই দুনিয়া ছেড়েছেন কখনো পিছনে ফিরে তাকাননি।

জুনায়েদ জামশেদ আমাকে বলেছিল, একটা সময় আমার মায়ের ওষুধ আনার মত কোন টাকা ছিলো না, আর তখন আমাকে ফোন করে পেপসির একটি গান গাইতে বলা হয় যার বিনিময়ে আমাকে চার কোটি টাকা দিতে চেয়ে ছিলো কিন্তু আমি তা প্রত্যাখ্যান করি।

সূত্র: দৈনিক পাকিস্তান

আরআর

আরো পড়ুন

঳ এক সুরের পাখির গল্প!

঳ যেভাবে তিনি জুনায়েদ জামশেদ

঳ থেমে গেল হৃদয় শীতল করা সুর

঳ জুনাইদ জামশেদের জানাজা শুক্রবার; ইমাম মুফতি তাকি উসমানি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ