শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


পটকা মাছ খেয়ে দুই পরিবারের পাঁচজনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইমদাদ ফয়েজী, সিলেট 

potka_masসিলেটের জৈন্তাপুরে পটকা মাছ খেয়ে মারা গেছেন ৫ জন। এ ছাড়া আশঙ্কাজনক অবস্থায় আরো ১৫ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতরা হলেন- মুন্সি মিয়ার ছেলে আবদুর রহিম (৬০) ও তার ছেলে সুলাইমান (২৫), লোকমান হোসেন (২০), প্রবাসী আনিসুল হকের ছেলে ১ম শ্রেণীর ছাত্র রাহিন আহমদ (৮) ও  তার বোন ৩য় শ্রেণীর ছাত্রী মনি (১০)।

জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন জানান, জৈন্তাপুর উপজেলার দরবস্ত উত্তর মাইল গ্রামের আবদুর রহিমের পরিবার সোমবার রাতে বাজার থেকে পটকা (ফুটকা) মাছ কিনে আনেন। রাতে খাবার পর তারা সবাই একে একে বমি করতে শুরু করেন। আশঙ্কাজনক অবস্থায় মঙ্গলবার সকালে ওই পরিবারের ১০ জনকে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ডাক্তাররা তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

এদিকে উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলার সর্বত্র মাইকিং করে বিষাক্ত পটকা মাছ বিক্রি এবং খাওয়া থেকে বিরত থাকার আহবান জানানো হয়েছে।

এমকে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ