শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


কাজী ওয়ালী উল্লাহ'র ৩ কবিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

kazi_waliullah

অসহ্য লোকালয়
নাগরিক পাখি অসহ্য!

অসহ্য প্রিয়তমা
প্রেমালাপ অসহ্য!

অসহ্য নিশি এবং নিশি
দেয়ালি চিঠি অসহ্য!

অসহ্য মর্ম বেদনা
বিশ্রী আকাশ অসহ্য!

অসহ্য তোমার হাত
ছোঁবার নেশা অসহ্য!

অসহ্য পেন্ডুলাম
টুংটাং হর্ন অসহ্য!

অসহ্য এই ইমারত
দ্বিতীয়তলা অসহ্য!

অসহ্য আপন নীড়
সীমাহীন অসহ্য!

অসহ্য কালি ও কলম
আয়োজিত পরিক্ষা অসহ্য!

কোথা যেনো কার প্রেম-পরশনে প্রাণ দুরুদুরু কাঁপে
রুদ্র-ছায়ার অভিশাপ নিয়ে ছুটি বাতাসের তাপে
কোথা যেনো কার লাজ-রাঙা হাসি থরথর বুকে ভাসে
একেলা ছাদের চাঁদ হাতে নিয়ে নিশীথের আশপাশে।
আমি কেনো আজ নীল হয়ে যাই কাকে না পাবার ভয়ে?
কোথা থেকে যেনো আঁধার ফিরে বিরহের পরিচয়ে।
মেঘ পেরিয়ে কোথা থেকে যেনো নদীর অশ্রুফোঁটা
ধীর-ধীরে ঝরে কাঁপা অধরে বেদনার একফোঁটা।
প্রেমের বুকে নেমেছে উজান ঝড়
ভাঙাচোরা এই হৃদপাড়ে হৈচৈ
কৃষ্ণাকাশও ভয়ে কাঁপে থরথর
ইস্রাফিলের বেণু বাঁজে নিশ্চয়!
প্রেমের সাগরে এমনই মাতাল ঢেউ
আঘাতে আঘাতে নাবিক সংজ্ঞাহারা
কেউ আসেনি আসবে নাকি কেউ
এমন দ্বিধায় ভাবতে ভাবতে সারা।

জেএম


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ