আওয়ার ইসলাম: অনলাইনের সবচেয়ে বড় বাজার এ্যামাজন’র ওয়েবসাইটে ‘আল্লাহ’ লেখা পাপোশ প্রত্যাহার করে নিয়েছে। ক্রেতাদের থেকে অভিযোগ আসার পর সংস্থাটি এই পাপোশ প্রত্যাহার করে নেয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পাপোশটি নিয়ে তীব্র প্রতিক্রিয়ার মুখে এটি প্রত্যাহার করে দু:খও প্রকাশ করে এ্যামাজন।
অ্যামাজন জানায়, গত জুন মাস থেকে ছিলো এই পণ্যটি। পরবর্তীতে লোকজন এটিকে লজ্জাজনক এবং অবমাননাকর বলে অভিহিত করলে পণ্যটি প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় তারা।
এ মাসের শুরুর দিকে মরিয়ম খান নামে ব্রিটেনের বার্মিংহ্যামের এক কাউন্সিলরের দৃষ্টিগোচর হয় পাপোশটি। পরবর্তীতে তিনি তার টুইটার একাউন্টে পাপোশের ছবিটি পোস্ট করে লিখেন, ‘এটি সত্যিকার অর্থেই মুসলিমদের জন্য আক্রমণাত্মক।’
এরপর তিনি তার ফেসবুক একাউন্টেও এটি পোস্ট করে অ্যামাজন ডটকমকে অনুরোধ করেন যেন এটি সরিয়ে ফেলা হয়।
এভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ক্রমেই এই ঘটনাটিকে কেন্দ্র করে উষ্মা ছড়াতে শুরু করে।
অবস্থা বেগতিক হওয়ায় অবশেষে অ্যামাজন তাদের ওয়েবসাইট থেকে পাপোশটি সরিয়ে নিয়েছে এবং এক বিবৃতিতে জানিয়েছে, অ্যামাজনের নিজস্ব কোন প্রোডাক্ট নেই। এটি একটি অনলাইন বাজার। এ বাজারে কোন এক বিক্রেতা ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন একটি পণ্য সম্প্রতি আপলোড করেছিলেন।
আরআর