শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫


রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদে কলরবের বিবেক জাগানিয়া সঙ্গীত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

kalarab5আব্দুল্লাহ বিন রফিক: চারদিকে মুসলিমের রক্ত নিয়ে চলছে হোলিখেলা । শুনলে চোখে কান্নায় জল আসে। তিরতির করে আরাকানী প্রাণের শেষ বিন্দু যেনো মিলিয়ে যাবে কোনো দূর অজানায়। এ যেনো মানবতার বুকে বর্বরতার উদোম নৃত্য নেশা। জালিমের এ রক্ত যেনো থামবার নয়।

অত্যাচারের খড়গ ক্রমান্বয়ে আরো ধারালো হয়ে উঠছে। মানবতায় উঠেছে ত্রাহি ত্রাহি গোঙানি। ভাগ্যবঞ্চিত ও বঞ্চনাপিষ্ঠ মিয়ানমারের সেই মজলুম মুসলমানদের করুণ চিত্র ফুটে উঠেছে কলরবের সঙ্গীতে।

সঙ্গীতটির সুর করেছেন আমিনুল ইসলাম মামুন। কণ্ঠ দিয়েছেন ওমর আব্দুল্লাহ, ইকবাল মাহমুদ ও মাহফুজ আলম।

চমৎকার ভিডিওটি দেখুন এবং শেয়ার করুন।

 


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ