শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


মিয়ানমার দূতাবাস অভিমুখে হেফাজতের মিছিল ১ ডিসেম্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

hefajot11আওয়ার ইসলাম: মিয়ানমারে নির্বিচারে রোহিঙ্গা মুসলমান নারী-পুরুষ ও শিশু হত্যাযজ্ঞের প্রতিবাদে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ আহমদ শফীর আহবানে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেইট থেকে আগামী ১ ডিসেম্বর সকাল ১০টায় ঢাকাস্থ মিয়ানমার দূতাবাস অভিমুখে প্রতিবাদ মিছিল ও স্মারকলিপি প্রদান সফল করার আহবান জানিয়েছেন হেফাজতে ইসলাম ঢাকা মহানগর নেতৃবৃন্দ।

আজ বিকাল ৩টায় রাজধানীর বারিধারা জামিয়া মাদানিয়া আরাবিয়া মাদ্রাসা হলরুমে হেফাজতে ইসলাম ঢাকা মহানগর সভাপতি আল্লামা নুর হোসাইন কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সভায় নেতৃবৃন্দ ঢাকার আলেম উলামা ও দ্বীনদার জনতার প্রতি প্রোগ্রাম সফলের আহবান জানিয়ে হেফাজত নেতৃবৃন্দ বলেন, মিয়ানমারের রাখাইন মগদস্যু আর সেনাবর্বরতায় নিরীহ নিরস্ত্র রোহিঙ্গা মুসলিমদের রক্ত ঝড়ছে। সে দেশের সরকারের পরিকল্পিত আগ্রাসনে প্রাণ হারিয়েছে  নারী, শিশু এবং বৃদ্ধসহ হাজারো মুসলিম। ধর্ষিত হচ্ছে অসংখ্য মা-বোন। ভয়ে-আতঙ্কে প্রাণ বাঁচাতে অনেকেই আশ্রয় নিয়েছে প্রতিবেশী বাংলাদেশে। অনেক পরিবার সাগরে ভাসছে। কেউ কেউ আশ্রয় নিয়েছে জঙ্গলে। একটি সম্প্রদায়কে শুধুমাত্র ধর্মীয় কারণে এভাবে দিনের পর দিন নির্যাতন করে শেষ করে  দেওয়া হচ্ছে। সব কিছু দেখেও ওআইসি,জাতিসংঘসহ বিশ্ব মানবাধিকার সংস্থাগুলোর নিরবতায় আমরা হতাশ। হেফাজত ঢাকা মহানগর নেতৃবৃন্দ বলেন, মিয়ানমার সরকার যা করছে তা নিশ্চিত যুদ্ধাপরাধ। যুদ্ধবাজ মিয়ানমারের বিরুদ্ধে বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ হতে হবে। রোহিঙ্গা মুসলমানদের রক্ষায় প্রয়োজনে লড়াই করতে হবে। 

সভায় বক্তব্য রাখেন- কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর সহসভাপতি মুফতী ফয়জুল্লাহ, অধ্যাপক আহমদ আবদুল কাদের, মাওলানা মুজিবুর রহমান পেশওয়ারী, মহানগর সেক্রেটারী মাওলানা আবুল হাসানাত আমিনী, যুগ্ম মহাসচিব মাওলানা ফজলুল করীম কাসেমী, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মুফতী সাখাওয়াত হোসাইন, দপ্তর সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন, প্রচার সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা আনছারুল হক ইমরান, ছাত্রনেতা আজিজুল হক, মাওলানা হাবিবুর রহমানসহ আরো অনেকে।   

সভায় কেন্দ্র ঘোষিত ১লা ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেইট থেকে ঢাকাস্থ মিয়ানমার দূতাবাস অভিমুখে প্রতিবাদ মিছিলসহকারে স্মারকলিপি প্রদান কর্মসূচী শান্তিপূর্ণভাবে পালন করার সিদ্ধান্ত হয়। -বিজ্ঞপ্তি

এআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ