রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ ।। ৭ পৌষ ১৪৩১ ।। ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিরোনাম :

পর্ন দেখার ক্ষতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

no-pornআওয়ার ইসলাম: ইন্টারনেটের কারণে এখন পর্ন মুভি যেন আরও সহজলভ্য হয়ে গেছে যুবক-যুবতীদের কাছে। সম্প্রতি এক সমীক্ষার ফলাফলে দেখা গেছে, পর্ন মুভি দেখলে টিনএজারদের যৌন জীবনে বিপর্যয় নেমে আসতে পারে। তাদের আচরণেও যৌন হিংসাত্মক ছাপ রয়ে যায়।

সমীক্ষার ফলাফলে বলা হয়, খোদ যৌন নির্যাতনকারীরাই এ কথা স্বীকার করে নিয়েছেন যে, পর্ন সিনেমা তাদের আচরণের উপর ঋণাত্মক প্রভাব ফেলেছে। তাদের পাশে কোনো সহানুভূতিশীল কাউকে পেলে তারা সুস্থ হয়ে উঠতে পারতেন বলেও আক্ষেপ করেছেন নির্যাতনকারীরা। মেলবোর্নের এক সংস্থা স্বাধীনভাবে এই সমীক্ষাটি চালায়।

সমীক্ষার ফলাফলে দেখা গেছে, অত্যাধিক পর্ন মুভি যারা দেখেছে, তারা স্বাভাবিক যৌনজীবনের সঙ্গে মানিয়ে নিতে পারছেন না। শয্যায় সঙ্গিনীর উপর কখনও কখনও অত্যাচার করে ফেলছেন। গবেষকরা বলছেন, এর জন্য দায়ী পর্ন মুভিতে অভিনেতা-অভিনেত্রীদের বাড়তি আগ্রাসন! পর্নে আসক্ত টিনএজাররা সেই একই দৃশ্যাবলীর পুনরাবৃত্তি করতে চান বাড়িতেও। যার জেরে তাদের যৌন জীবনে নেমে আসে অস্বাভাবিকত্বের ছায়া।

এফএফ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ