সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ।। ৭ বৈশাখ ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ক্ষোভ, প্রতিবাদ জানালেন শায়খ আহমাদুল্লাহ বিবাহ একটি ইবাদত, এর পবিত্রতা রক্ষা করা জরুরি নারী অধিকার কমিশনের সুপারিশে আলেম প্রজন্ম-২৪-এর আপত্তি  জুলাই-আগস্টের ত্যাগের পরও কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি: মির্জা ফখরুল নারীবিষয়ক সুপারিশগুলো কোরআন-হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন: জামায়াত আমির ‘১৬ বছরের জঞ্জাল দূর না করে নির্বাচন দিলে সমস্যা সমাধান হবে না’  প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা সরকারি নিবন্ধন পেল সাংস্কৃতিক সংগঠন ‘কলরব’ ‘সিরাহ মিউজিয়াম’ চালু করছেন মাওলানা মিজানুর রহমান আজহারী মহাসমাবেশ সফল করতে যেসব কর্মসূচি নিয়েছে হেফাজত

তুরস্ক নিয়ে নাক গলানোয় ইইউ-কে এরদোগানের কড়া হুমকি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ardoganআওয়ার ইসলাম: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাড়াবাড়ি করলে তিনি হাজার হাজার শরণার্থীর জন্য ইউরোপে ঢোকার সীমান্ত পথ খুলে দেবেন।

বৃহস্পতিবার ইউরোপীয় পার্লামেন্ট তুরস্ককে ইইউ'র সদস্য করার আলোচনা স্থগিত রাখার সুপারিশ করা হয়। এরপর শুক্রবার এরদোগান এই হুঁশিয়ারি দিলেন। খবর বিবিসি বাংলার।

গত জুলাইতে এক এক ব্যর্থ অভ্যুত্থানের সঙ্গে জড়িত সন্দেহে হাজার হাজার মানুষের বিরুদ্ধে প্রেসিডেন্ট এরদোগান ব্যবস্থা নিচ্ছেন। ইউরোপীয় পার্লামেন্ট এটাকে 'মাত্রাতিরিক্ত' বলে বর্ণনা করে।

এজন্য তুরস্ককে সদস্য করার আলোচনা আপাতত স্থগিত রাখার সুপারিশ করে ইউরোপীয় পার্লামেন্ট।

উল্লেখ্য, এ বছরের শুরুতে ইইউ'র সঙ্গে তুরস্কের এক চুক্তি হয়। চুক্তিতে সেদেশে আশ্রয় নেয়া সিরিয়ার লাখ লাখ শরণার্থীর জন্য সাহায্যের প্রতিশ্রুতি দেয়া হয়েছিল। একই সঙ্গে ইইউ'র সদস্য হওয়ার জন্য আলোচনার প্রক্রিয়া ত্বরান্বিত করা হবে বলেও প্রতিশ্রুতি দেয়া হয়।

সেই প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে এরদোগান বলেন, '৩০ থেকে ৩৫ লাখ শরণার্থীকে আমরাই খাইয়ে-পরিয়ে রেখেছি। আপনারা আপনাদের প্রতিশ্রুতি ভঙ্গ করছেন।'

তিনি আরও বলেন, 'আমার কথা জেনে রাখুন। আপনারা যদি এনিয়ে আর বাড়াবাড়ি করেন, সীমান্ত খুলে দেয়া হবে।'

গত বছর থেকে ইউরোপের দিকে লাখ লাখ শরণার্থীর ঢল নেমেছিল। ওই শরণার্থীর ঢল থামানো সম্ভব হয় তুরস্কের সহযোগিতায়।

তুরস্ক এই শরণার্থীদের থামাতে রাজি হয় এই শর্তে যে, ইইউ'র সদস্য হওয়ার লক্ষ্যে আলোচনার প্রক্রিয়া ত্বরান্বিত করা হবে। কিন্তু এই প্রক্রিয়ায় সেরকম কোনো অগ্রগতি না হওয়ায় তুরস্ক স্বভাবতই হতাশ।

আরআর


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ