বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫


মসজিদে আজান বন্ধ হলে সব ঘর থেকে আজান দেবে ফিলিস্তিনিরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দখলদার ইহুদিবাদী ইসরাইলি মন্ত্রিসভা ফিলিস্তিনি মসজিদগুলোর মাইকে আজান দেয়া বন্ধ করে দেয়ার বিষয়ে একটি খসড়া বিল প্রস্তুত করেছে। যেটি পাশ হলে দেশটির সব মসজিদে আজান বন্ধের নির্দেশ কার্যকর হবে।

এদিকে এই বিলের প্রতিবাদে ফিলিস্তিনিরা কঠোর অবস্থানে রয়েছে। তারা সর্বশক্তি দিয়ে এ বিল বাতিলের চেষ্টা করবে বলে জানিয়েছে। আর মসজিদে আজান বন্ধ হলে ফিলিস্তিনের প্রতিটি ঘর থেকে আজান প্রচার করা হবে বলে হুমকি দেয়।

সংসদে উগ্র প্রতিনিধিদের উদ্যোগে এ বিল প্রস্তুত করা হয়েছে। ইসরাইলি মন্ত্রিসভা বিলটি অনুমোদন করার পর এটিকে চূড়ান্ত ভোটাভুটির জন্য পার্লামেন্টে পাঠানো হবে।

বিলটি আইনে পরিণত হলে আল আকসাসহ ফিলিস্তিনিদের কোনো মসজিদে মাইকে আযান দেয়া সম্ভব হবে না।

এরপরও কেউ যদি মাইকে আজান দেয় তবে সেটাকে অপরাধ গণ্য করে ইসরাইলের পুলিশ মসজিদের মুয়াজ্জিনকে জেরা করতে পারব। আর শাস্তি হিসাবে তার জন্য জেল-জরিমানার ব্যবস্থা রাখা হয়েছে।

বিস্তারিত দেখুন যুগান্তরের তৈরি এই ভিডিওতে..


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ