শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


‘জীব হত্যা মহাপাপ প্রচারকারীরাই জীব হত্যায় শীর্ষে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

demra

আওয়ার ইসলাম: রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সরকারের নির্যাতন বন্ধ ও বাংলাদেশে তাদের জন্য সীমান্ত খুলে দেয়ার দাবিতে অনৈসলামিক কার্যকলাপ প্রতিরোধ কমিটি ও বেফাকুল মাদারিসিল কওমিয়ার উদ্যোগে ঢাকার ডেমরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ নভেম্বর) সকালে ডেমরার প্রায় দশটি মাদরাসার ছাত্র শিক্ষকসহ ধর্মপ্রাণ মুসল্লি এতে অংশ নেন।

বক্তারা বলেন, মিয়ানমার সরকার যে অমানবিক হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে আরাকানের নিরীহ মুসলিমদের ওপর তা পাশবিকতাকেও হার মানিয়ে গেছে। অথচ এই বৌদ্ধরা সারা জীবন জীব হত্যা মহাপাপ বলে প্রচার করে আসছে। তারাই যে শীর্ষ হত্যাকারী বিশ্ববাসী তা জেনে গেছে।

বক্তারা বাংলাদেশের বুদ্ধিজীবী ও সুশীল শ্রেণিকে উদ্দেশ্য করে বলেন, একজন ব্যক্তিকে থাপ্পর দিলেও যেখানে প্রতিবাদে উঠে পড়েন সেখানে মিয়ানমারে একটা জাতিকে একটা অঞ্চলকে এলাকা থেকে নিশ্চিহ্ন করা হচ্ছে আপনারা নিশ্চুপ কেন। কোথায় আপনাদের মানবতাবোধ ও মনুষত্ব।

demra2

অনৈসলামিক কার্যকলাপ প্রতিরোধ কমিটি ‘র আমির আলহাজ্ব আকিকুর রহমান নান্নু মুন্সি’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন, নরাইবাগ ইসলামিয়া মাদরাসার মুহতামিম মুফতি মানযুর আহমাদ, ভাইস প্রিন্সিপ্যাল মুফতি আব্দুল মুকিত, মাদানি নগর মাদসার মাওলানা বশিরুল্লাহ এবং মাদরাসা উসমান ইবনে আফফান রা. এর মুহতামিম মাওলানা মাহমুদ হাসান।

মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, মাওলানা আবু বকর, মাওলানা জামাল উদ্দিন , মাওলানা নাসিম রেজা , মাওলানা শিব্বির আহমাদ জুনায়েদ, মাওলানা শায়েখ আহমাদ, মাওলানা আবুল হাশেম, মাওলানা জামিল আহমাদ প্রমুখ।

মানববন্ধনে অংশ নেয়া মাদরাসাগুলোর মধ্যে রয়েছে, মাদ্রাসা উসমান ইবনে আফফান রা., দারুস সুন্নাহ পাইটি মাদরাসা, ডেমরা, নরাইবাগ ইসলামিয়া মাদরাসা, ডেমরা, জামেয়া রহমানিয়া কোনাপাড়া, ডেমরা, জামেয়া নেজামিয়া কাসেমুল উলুম, ডেমরা, জামেয়া কারিমিয়া নান্নু মুন্সি, ডেমরা, জামেয়া ইমদাদিয়া সানাড়পাড়।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ