শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


জীবন্ত জেব্রা ক্রসিং!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

zebraআওয়ার ইসলাম: রাস্তা পারাপারের জন্য দেয়া হয় জেব্রা ক্রসিং। সাদা সাদা কয়েকটি দাগ। যা দেখতে জেব্রার শরীরের মতো হওয়ায় বলা হয় জেব্রা ক্রসি।

তবে আফ্রিকার এক রাস্তায় দেখা মিলল বাস্তবের জেব্রা ক্রসিং। রাস্তায় দাঁড়িয়ে কয়েকটি জেব্রা- ক্রসিং তৈরি করেছে।

একটা দুটো নয়, পাঁচ পাঁচটা জেব্রা বতসোয়ানা পার্কের রাস্তায় দাঁড়িয়ে ক্রসিং তৈরি করেছে। ওই রাস্তা পার হওয়ার সময় মনে হতে পারে হয়তো জেব্রাদের কোনো অনুষ্ঠান চলছে।

আফ্রিকা আলবিদা ট্যুরিজম নামে একটি প্রতিষ্ঠানের ফটোগ্রাফার পল কার্নস্টিড তাৎক্ষণিকভাবে ক্যামেরায় ওই দৃশ্য ধারণ করেন।

কার্নস্টিড জানান, তিনি নগমা সাফারি লজের মালিক। তিনি নিজেই এটা পরিচালনা করেন। এ ছাড়া তিনি আফ্রিকা আলবিদা ট্যুরিজমের জন্য কাজ করছেন। কবের ন্যাশনাল পার্ক থেকে তিনি লজের দিকে যাচ্ছিলেন। ফেরার পথে হঠাৎ তিনি এই জেব্রা ক্রসিং দেখতে পান।

তিনি বলেন, ‘জেব্রাগুলো শুধু রাস্তা পার হচ্ছিল। তারা বেশি সময় রাস্তার ওপর থাকেনি। তবে এমনভাবে তারা রাস্তা পার হচ্ছিল যেন এটা সত্যি জীবন্ত জেব্রা ক্রসিং। এটা দেখে আমি খুবই আনন্দিত হই। এই অল্প সময়ের মধ্যেই আমি ছবি তুলতে সক্ষম হই।’

জেব্রা বতসোয়ানার জাতীয় প্রাণী। তারা প্রায়ই অন্যান্য প্রাণীর সঙ্গে এদিক সেদিক ঘোরাঘুরি করে।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ