বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ।। ২৩ মাঘ ১৪৩১ ।। ৭ শাবান ১৪৪৬


কাবুলে শিয়া মসজিদে হামলা; নিহত ২৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

1cfa7e9adbdf4edfa8f91eebe4a536d8_18আফিফ রহমান: আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। আফগানিস্থানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

দরুল আমান এরিয়ার বাকের উল উলুম মসজিদে এক আত্মঘাতি হামলাকারী এ হামলা চালায়।

কাবুল পুলিশ চিফ আব্দুর রহমান রাহিমি আল জাজিরাকে বলেন, এই হামলায় অসংখ্য মানুষ আহত হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানান তিনি।

তাৎক্ষণিকভাবে কোনো পক্ষ হামলার দাবি চালায়নি।

সূত্র: আল জাজিরা

এফএফ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ