রবিবার, ২০ এপ্রিল ২০২৫ ।। ৭ বৈশাখ ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
বিবাহ একটি ইবাদত, এর পবিত্রতা রক্ষা করা জরুরি নারী অধিকার কমিশনের সুপারিশে আলেম প্রজন্ম-২৪-এর আপত্তি  জুলাই-আগস্টের ত্যাগের পরও কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি: মির্জা ফখরুল নারীবিষয়ক সুপারিশগুলো কোরআন-হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন: জামায়াত আমির ‘১৬ বছরের জঞ্জাল দূর না করে নির্বাচন দিলে সমস্যা সমাধান হবে না’  প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা সরকারি নিবন্ধন পেল সাংস্কৃতিক সংগঠন ‘কলরব’ ‘সিরাহ মিউজিয়াম’ চালু করছেন মাওলানা মিজানুর রহমান আজহারী মহাসমাবেশ সফল করতে যেসব কর্মসূচি নিয়েছে হেফাজত নারী সংস্কার কমিশন ও প্রস্তাবনা বাতিলের দাবি খেলাফত মজলিসের

অসমে উলফা গেরিলাদের হামলায় ৩ জওয়ান নিহত, আহত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

_92560255_militants-are-trained-at-ulfa-camp-in-assam-picture-id88946522আওয়ার ইসলাম: ভারতের অসমে সন্দেহভাজন উলফা গেরিলাদের হামলায় সেনাবাহিনীর ৩ জওয়ান নিহত এবং আহত ৪ জন আহত হয়েছে। আহত জওয়ানদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আজ (শনিবার) সকালে তিনসুকিয়ার ডিগবয়ের পেঙ্গরি এলাকায় সেনাবাহিনীর গাড়িবহরে আইইডি বিস্ফোরণে ওই হতাহতের ঘটনা ঘটে। প্রতিরক্ষা জনসংযোগ কর্মকর্তা লে. কর্নেল সুনীত নিউটন বলেন, আজ সকাল সাড়ে ৫ টা নাগাদ ওই হামলার ঘটনা ঘটেছে।

বর্তমানে গোটা এলাকা ঘিরে ফেলে হামলাকারীদের সন্ধানে ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে। বলা হচ্ছে ৭ জায়গায় আইইডি বিস্ফোরণ হয়েছে। ওই ঘটনার পরে সেনাবাহিনীর পক্ষ থেকে জবাবি হামলা চালানো হলেও এখনো পর্যন্ত কোনো গেরিলার নিহত হওয়ার ঘটনা ঘটেনি। গেরিলারা সেনাবাহিনীর দুটি গাড়িতে গুলি বর্ষণ করলে জওয়ানদের পক্ষ থেকে পাল্টা গুলি বর্ষণ করা হয়।

অসম পুলিশের মহানির্দেশক মুকেশ সহায় এর আগে জানিয়েছিলেন সন্দেহভাজন উলফা গেরিলাদের সঙ্গে সংঘর্ষে এক জওয়ান নিহত এবং ৪ জন আহত হয়েছে। কিন্তু  পরবর্তীতে নিহতের সংখ্যা বেড়ে যায়।

অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল  এ হামলার নিন্দা করে বলেন, কর্মকর্তাদের তিনসুকিয়াতে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। সেনবাহিনীর প্রধান জেনারেল দলবীর সিং সুহাগ হামলার বিষয়টি প্রতিরক্ষামন্ত্রী মনোহর পার্রিকারকে জানিয়েছেন।

‘ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব অসম’ নামে গেরিলা সংগঠনটি ভারতের পূর্ব-উত্তর রাজ্য অসমে সক্রিয় রয়েছে। ভারত সরকার ওই সংগঠনটিকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ১৯৯০ সালে নিষিদ্ধ ঘোষণা করে।

সূত্র: পার্স টুডে

এফএফ


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ