বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ।। ২৩ মাঘ ১৪৩১ ।। ৭ শাবান ১৪৪৬

শিরোনাম :
ট্রাম্পের ফিলিস্তিনিদের বিতাড়নের পরিকল্পনা: রাজনৈতিক বিতর্ক ও আইনি চ্যালেঞ্জ একুশে পদক পাচ্ছেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান একুশে পদক পাচ্ছেন ১৫ বিশিষ্ট ব্যক্তি ওবায়দুল কাদেরের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ-ভাঙচুর ভারত থেকে শেখ হাসিনার অবিরাম বিবৃতির কারণেই ভাঙচুর: পররাষ্ট্র উপদেষ্টা ধানমন্ডি ৩২-এ ভাঙচুর জনমনে গভীর ক্রোধের বহিঃপ্রকাশ : অন্তর্বর্তী সরকার ছাত্র-জনতার রোষানলের দায় শেখ হাসিনাকেই বহন করতে হবে: খেলাফত মজলিস বিশ্ব ইজতেমা থেকে তাবলিগে বেরিয়েছে ২হাজার ১৫২ জামাত ভারতকে পররাষ্ট্র উপদেষ্টার সম্প্রীতি বার্তা প্রাথমিক বিদ্যালয়ের ৬ হাজার ৫৩১ সহকারী শিক্ষকের নিয়োগ বাতিল

রোহিঙ্গা মুসলিমদের সহযোগিতার আহবান আল আজহার উপাচার্যের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

sheikh-ahmed-al-tayeb

আব্দুল্লাহ বিন রফিক: মিয়ানমারে মুসলিম গণহত্যার তীব্র নিন্দা জানিয়েছেন বিশ্বের খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান আল আজহার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আহমাদ আত তাইয়্যেব।

মিসরের উলামা পরিষদের শীর্ষস্থানীয় এ ইসলামি স্কলার ১৮ নভেম্বর এক বিবৃতিতে এ অভিযোগ করেন।

ড. আহমাদ আত তাইয়েব বলেন, মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের হত্যা ও বাড়িঘর পুড়িয়ে দেওয়ার ঘটনা প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি। এটি চরম ঘৃণিত ও সভ্যতা বিরোধী অপরাধ। এমন অমানবিক ও বর্বর কর্মকাণ্ড কোনো ধর্মেরই কর্ম নয়। এটি আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট সীমালঙ্ঘন।

ড. তাইয়েব বিবৃতিতে রোহিঙ্গাদের পৃথিবীর সবচেয়ে নির্যাতিত জনগোষ্ঠী বলে উল্লেখ করেন।  তিনি বিশ্ব সম্প্রদায় ও আন্তর্জাতিক সংস্থার কাছে রোহিঙ্গাদের সাহায্যে পাশে দাঁড়ানোর আবেদনও জানান।

বিবৃতিতে তিনি শান্তিতে নোবেলজয়ী অং সান সুচির তীব্র সমালোচনাও করেন।

উল্লেখ্য, মিয়ানমারের রাখাইন রাজ্যের বিভিন্ন গ্রামে গত কয়েকদিনের হামলায় অন্তত ৬৯ জন রোহিঙ্গা হত্যার কথা স্বীকার করেছে সেদেশের সেনাবাহিনী। আন্তর্জাতিক গণমাধ্যমে তুলে ধরা হয়েছে এই নৃশংস হত্যাকাণ্ডের চিত্র।

মিয়ানমারের রাখাইন রাজ্যে ১০ লাখের বেশি রোহিঙ্গা মুসলিম বাস করে। দেশটির সরকার রোহিঙ্গাদের মিয়ানমারের নাগরিক হিসেবে স্বীকৃতি দেয়নি। দেশটির জনগণ রোহিঙ্গাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ থেকে আসা অবৈধ অভিবাসী মনে করে।

মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ স্যাটেলাইট থেকে তোলা কিছু ছবি প্রকাশ করেছে। ছবিগুলোতে দেখা গেছে, রোহিঙ্গা অধ্যুষিত গ্রামগুলোর অধিকাংশই পুড়ে গেছে। সংস্থাটি ধারণা করছে অন্তত ৪৩০টি বাড়িতে অগ্নি সংযোগ করা হয়েছে।

সূত্র: আওসাত

আরআর

http://ourislam24.com/2016/11/19/%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%A8%E0%A7%8B%E0%A6%9F-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%87-%E0%A6%AD%E0%A7%8B%E0%A6%97%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4/

 


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ