শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


খিলগাঁও সামিহা-হামজা মাদরাসার অন্যরকম শিক্ষা সফর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

khilgaw

আওয়ার ইসলাম: রাজধানীর খিলগাঁওয়ের সামিহা-হামজা মাদরাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা মুফতি তোফাইল আহমাদ ইউসুফের সার্বিক ব্যবস্থাপনায় বাংলাদেশ জাতীয় চিরিয়াখানায় এক ব্যতিক্রমধর্মী শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে৷

প্রকৃতিকে দেখার ও জানার উদ্যেশে সবাই ছুটে গিয়েছিলেন মিরপুরের চিরিয়াখানায়। প্রাতিষ্ঠানিক এক উইনিফর্মে কোমলমতি শিক্ষার্থীদের এ সফর অন্যদের অনুকরণীয় হয়ে উঠেছিল। ভ্রমণে প্রকৃতিকে জানার পাশাপাশি শিক্ষার্থীরা নামাজ, তালিম এবং সুন্নতের আমলি মশক প্রদর্শনী করে। যা অন্য দর্শনার্থীদের মধ্যে আগ্রহের সৃষ্টি করে।

মাত্র ৬ বৎসরের শিশু তাহসীনের ইমামতিতে নামাজের প্রদশর্নীটি ছিল এই সফরের বিষেশ আকর্ষণ৷ যা উপস্থিত দর্শনাথীদের হৃদয়ে মাদরাসায় ইসলামি শিক্ষার গুরুত্ব ও আগ্রহ প্রকাশ পেয়েছে৷ খিলগাঁওয়ের এ প্রতিষ্ঠানটি লেখপড়া, আমল আখলাক ও পরিবেশের দিক থেকে নতুনত্ব সৃষ্টিতে এলাকাবাসীর সুদৃষ্টি পেয়েছে।

khilgaw2

এফএফ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ