শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ।। ৬ আশ্বিন ১৪৩১ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

কিশোরগঞ্জে ওরসের নামে অনৈতিক কাজ বন্ধের দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

[caption id="attachment_17833" align="alignleft" width="500"]oras প্রতিকি ছবি[/caption]

মাহমুদুল হাসান আদনান: কিশোরগঞ্জ ওরসের নামে অসামাজিক কার্যক্রম বন্ধের দাবি জানালো উলামায়ে কেরাম।

কিশোরগঞ্জ জেলা ইটনা থানার ছিলনী গ্রামে দীর্ঘদিন যাবৎ ওরসের নামে নারী-পুরুষের অশ্লীল গান বাদ্য ও মদ-গাজার আসর বসানো হয়। এতে করে যুবকদের নৈতিক অবক্ষয় ঘটছে। মদ-গাঁজার আসরের ফলে এলাকার মানুষের ইবাদত ও ছাত্রদের পড়া লেখাসহ যাবতীয় সামাজিক কাজে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। এ প্রেক্ষিতে আলহুদা উলামা সোসাইটির নেতৃবৃন্দ এসব বন্ধের দাবি জানান।

সংগঠনটি জানায়, ওরশ কেন্দ্রীক অর্থ উপার্জনের লালসায় মদ-গাজার এজাতীয় আসর দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ফলে তাদের মাঝে পরস্পরে দ্বন্দ আধিপত্য বিস্তারের লক্ষ্যে সংঘর্ষ বেধে যাওয়ার সমোহ আশঙ্কা সৃষ্টি হয়েছে।

জানা যায, আলহুদা উলামা সোসাইটির সদস্য ও উলামায়ে কেরাম তাদেরকে মৌখিকভাবে একাধিকবার নিষেধ করা সত্তেও তারা ওরসের নামে এসব অনৈতিক কাজ থেকে বিরত হচ্ছে না। এই পরিস্থিতিতে আমরা এলাকাবাসী  কিশোরগঞ্জ ৪ আসনের এমপি প্রকৌশলী রেজওয়ান আহমেদ তৌফিকের কাছে এলাকার যুবকদের নৈতিক অবক্ষয় রোধ ও এলাকাকে দ্বন্দ্ব সংঘর্ষ থেকে রক্ষায় সার্বিক সহযোগিতা কামনা করে একটি আবেদনও করেছেন।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ