শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


দেওবন্দ মাদরাসা’র ৩০ কোটি রুপির বাজেট ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

deubondআবিদ আনজুম: বিশ্বের অন্যতম শীর্ষ ইসলামি বিদ্যাপিঠ দারুল উলুম দেওবন্দের প্রায় ৩০ কোটি রুপির বাজেট ঘোষণা হয়েছে আজ। ১৫ নভেম্বর সকালে মাজলিসে শুরার বৈঠকে এ বাজেট ঘোষণা করা হয়। বাজেটে আগামী বছরের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে ২৯ কোটি ৬৯ লক্ষ ৯৫ হাজার রুপি।

জানা যায়, দু'দিনব্যাপী অনুষ্ঠিত মাজলিসে শুরার বৈঠকে মাদরাসার বাৎসরিক বাজেট বৃদ্ধি, শিক্ষা ব্যবস্থাপনার মান উন্নয়নসহ রাষ্ট্রের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়৷

সম্প্রতি ভারতে ১০০০ ও ৫০০ রুপি নোটের উপর করা নিষেধাজ্ঞার ব্যাপারেও আলোচনা করেন মাজলিসে শুরা কমিটি৷

দারুল উলুম দেওবন্দের নাজিমে তালিমাতের (শিক্ষা সচিব) দায়িত্ব পালনরত মৌলভী আহমদ আলী স্বীয় পদ থেকে ইস্তিফা চেয়ে মজলিসে শুরা বরাবর নোটিশ প্রদানের পর মজলিসে শুরার সিদ্ধান্ত অনুযায়ী দারুল উলুম দেওবন্দের নতুন নাযিমে তালিমাত হিসেবে নির্বাচিত করা হয় মুফতি ইউসুফ তাওলভীকে৷

আরআর

আরো পড়ুন: জোর করে কর্মচারীর দাড়ি মুণ্ডন: সৌদি ডিরেক্টরের ৯০০ কোড়া ও দেড় বছরের কারাদণ্ড


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ