বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ।। ১১ বৈশাখ ১৪৩১ ।। ১৫ শাওয়াল ১৪৪৫


ট্রাম্পকে আইএস ও আল-কায়দার হুমকি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

trump8আওয়ার ইসলাম: বিশ্বকে অবাক করে নির্বাচিত হওয়া রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে হুমকি দিয়েছে  আইএস ও আল কায়দা।

দ্য ওয়াশিংটন পোস্ট ও নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ট্রাম্প জেতার পরই সোশ্যাল মিডিয়ায় বিবৃতি দেয় আইএস৷ আইএস ঘনিষ্ঠ আল মিনবার জেহাদি মিডিয়া নেটওয়ার্ক জানায়, এখন যতদিন পারে ফূর্তি করুক আমেরিকানরা৷ তবে ট্রাম্পের হাতেই ওদের ধ্বংস লেখা আছে৷ কারণ, ইরাক, সিরিয়া, আফগানিস্তানসহ মধ্যপ্রাচ্যে যেখানেই মার্কিন সেনারা অভিযান চালাবে, সেখানেই তাদের জবাই করবে  আইএস বা আল কায়দা৷ পাল্টা হামলা হবে আমেরিকার মাটিতেও৷

মার্কিন নজরদারি সংস্থা ‘সাইট ইন্টেলিজেন্স গ্রুপ’ আইএস ঘনিষ্ঠ আমাক নিউজ এজেন্সি ও অন্য জেহাদি গোষ্ঠীগুলোকে উদ্ধৃত করে জানিয়েছে, ট্রাম্পের জয় মুসলিমদের বিরু‌দ্ধে আমেরিকার ঘৃণাকেই তুলে ধরেছে৷ আমেরিকা মুসলিমদের ও তৃতীয় বিশ্বের দেশগুলোকে কী চোখে দেখে তার প্রমাণ ট্রাম্পের এই জয়৷ ট্রাম্পের মতো একজন মুসলিম বিদ্বেষী লোককে জিতিয়ে মুসলিম দুনিয়াকেই শত্রু বানিয়েছে আমেরিকানরা৷ এর চরম মূল্য চুকাতে হবে মার্কিনিদের৷সেখানে প্রলয় নেমে আসবে৷

সাইট গ্রুপের ডিরেক্টর রিটা কাটজ্ টুইট করেছেন, ‘আল কায়দা ও আইএস আলাদা আলাদা বিবৃতিতে জানিয়েছে, ট্রাম্প মুসলিমদের বিরু‌দ্ধে আমেরিকার অবদমিত ঘৃণাকে তুলে ধরেছেন৷ তার এই জয় আমেরিকা ও পশ্চিমি দুনিয়ার চূড়ান্ত পতন ডেকে আনবে৷’

ট্রাম্পের জয় ব্রেক্সিটের মতোই ঘটনা৷ ব্রিটেন যেভাবে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে গিয়েছে ভোটের রায় মেনে৷ সেভাবেই মার্কিন জনতাও ট্রাম্পকে জিতিয়ে খাদের কিনারে আমেরিকাকে দাঁড় করিয়ে দিল৷ এমনটাই দাবি আইএসের৷

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ