বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১১ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫

শিরোনাম :
‘মানতিক; যুগের চাহিদার সাথে মিলে না’ এ ধরেণের কথা অযৌক্তিক: মুফতি হিফজুর রহমান দাওরায়ে হাদিসের ফলাফল নজরে সানীর আবেদনের সময় বাকি ৩ দিন  বৃষ্টি প্রার্থনায় জামিয়াতুল আবরার রাহমানিয়ায় ‘সালাতুল ইস্তিসকা’  আদায় হাসপাতালে সৌদি বাদশাহ সালমান সোস্যাল মিডিয়ায় প্রচারিত পাঠ্য তালিকার সাথে বেফাকের পাঠ্য তালিকার সম্পর্ক নেই: বেফাক সৈয়দপুরে তাপদাহে অতিষ্ঠ মানুষ, ‘হিটস্ট্রোকে’ ১ জনের মৃত্যু স্বর্ণের দাম আরও কমলো, ভরি ১ লাখ ১৪ হাজার ১৫১ টাকা ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান ইরান-পাকিস্তানের ঢাবিতে বৃষ্টির জন্য ‘সালাতুল ইসতিস্কা’র অনুমতি দেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন ‘বৃষ্টির জন্যে সালাত আদায় করলেই অবশ্যম্ভাবী বৃষ্টি চলে আসবে—বিষয়টা তা নয়’

‘অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে ইসলামী শ্রমিক আন্দোলন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

isaআওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক উপদেষ্টা ও ইসলামী শ্রমিক আন্দোলন এর কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক আশরাফ আলী আকন বলেছেন, শ্রমিক সংগঠন আর শ্রমিক সংগঠন বলতে অনেকে বুঝেন মালিক শ্রমিক দ্বন্দ সৃষ্টি করে কল-কারখানা, শিল্প-ইন্ডাষ্ট্রি বন্ধ করে জ্বালাও পোড়াও করে ধ্বংসাত্মক কাজ করা। কিন্তু ইসলামী শ্রমিক আন্দোলন শ্রমিক আন্দোলন এর কথিত সে আগুন জ্বালানোর শ্লোগানকে পরিহার করে সুসম্পর্ক, উৎপাদন, সমৃদ্ধি, শান্তি এই চার মূলনীতি নিয়ে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে।
তিনি বলেন, ইসলামী শ্রমিক আন্দোলন মালিক শ্রমিক দ্বন্দ নয়, আন্তরিক সম্পর্ক সৃষ্টির মাধ্যমে মালিকের ব্যবসার উন্নয়ন এবং শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নসহ সামগ্রিক উন্নয়নে দেশের কল্যানে কাজ করছে।
ইসলামী শ্রমিক আন্দোলন ভান্ডারিয়া সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে আয়োজিত ওয়ার্ড প্রতিনিধি তারবিয়ত ও মতবিনিময় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে আলোচনা রাখতে গিয়ে তিনি গতকাল উপরোক্ত কথা বলেন।
ভান্ডারিয়া, পাথরঘাটা, মঠবাড়িয়া ও কাঠালিয়া উপজেলার সমন্বয়ে গঠিত ভান্ডারিয়া সাংগঠনিক জেলা শাখার আহবায়ক শহিদুল ইসলাম কবির এর সভাতিত্বে অনুষ্ঠিত ওয়ার্ড প্রতিনিধি তারবিয়ত ও মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রেসিডিয়াম সদস্য আল্লামা নূরুল হুদা ফয়েজী, ইসলামী ধর্মীয় সেবা শ্রমিক আন্দোলন এর কেন্দ্রীয় সভাপতি মাওলানা আব্দুর রাজ্জাক, ইসলামী শ্রমিক আন্দোলন ভান্ডারিয়া সাংগঠনিক জেলা শাখার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব দেলোয়ার হোসেন ফারুক হাওলাদার, মাওলানা মুহাম্মদ সোলায়মান মিয়া, আলহাজ্ব বাদশা জোমাদ্দার, আলহাজ্ব শফি মাহমুদ খোকন তালুকদার, ইসলামী শ্রমিক আন্দোলন পটুয়াখালী জেলা শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ হাফিজ মনির, ইসলামী শ্রমিক আন্দোলন ভান্ডারিয়া সাংগঠনিক জেলার যুগ্ম আহবায়ক মাওলানা হাবিবুর রহমান, সদস্য সচিব হাফেজ মাওলানা সুলতান আহ্মদ, সদস্য মাওলানা ইকবাল শিকদার, মোহাম্মদ মোখলেছুর রহমান, মাওলানা আব্দুর রহীম আজাদ ও কে এম সোলায়মান আল সাঈদ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্যে আল্লামা নূরুল হুদা ফয়েজী বলেন, মালিক শ্রমিক সকলের মনে যদি মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামীন এর ভয় থাকে, আমানতের খেয়ানত করার শাস্তি স্বরণ থাকে আর শ্রমিকদের পাওনা পরিশোধ সম্পর্কে ইসলামের নির্দেশ জানা থাকে তবে মালিক শ্রমিক কারো কোনো সমস্যা থাকার কথা নয়।
সভাপতির বক্তব্যে শহিদুল ইসলাম কবির বলেন, ইসলামী শ্রমিক আন্দোলনের প্রত্যেক সদস্যের কথা হতে হবে আমরা নিজেরা ঠকবো না আর কাউকে ঠকাবো না। এর পরেও কোনো শ্রমিক যদি যুলুম নির্যাতনের স্বীকার হন তবে তাদের পাশে আমরা সর্বশক্তি দিয়ে থাকবো।
আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ