শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


টুপি ছাড়া কি নামায হবে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

-মুফতী আব্দুল্লাহ বিন রফিক:

আল্লাহ আমাদের রব। আমরা সবাই তার হুকুমের দাস। তিনি আমাদের আদেশ করেছেন সালাত আদায় করতে তাই আমরা সালাত আদায় করি। আমরা সালাত প্রতিদিন আদায় করি ।দৈনিক পাঁচ বার।  কিন্তু অনেকেই হয়তো জানি না, টুপি ছাড়া সালাত আদায় হয় কি না?

কেউ হয়তো টুপি পড়া ওয়াজিব শুনেছেন, কেউ শুনেছেন সুন্নাত। অনেকেই অনেকরকম শুনেছি। আসুন এবার জেনে নেওয়া যাক  এর সমাধান?

মূলতঃ টুপিসহ সালাত আদায় করা সুন্নাত;  ওয়াজিব নয়। অবশ্য অলসতাবশে কেউ টুপি ছাড়া সালাত আদায় করলে তা মাকরূহ বলে বিবেচিত হবে। তথাপি টুপি ছাড়া সালাত আদায় করলে তা আদায় হয়ে যাবে।

সূত্র:  আদ-দুররুল মুখতার, ১/৬৪১;   আল-মুহীতুল বুরহানী, ২/১৩৯;   মাজমাউল আনহার, ১/১২৪


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ