বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫


মাওলানা আনোয়ার শাহ’র সঙ্গে বেফাকের প্রতিনিধিদের মতবিনিময় সভা শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আমিন আশরাফ

kisorganzবেফাকের প্রতিনিধিদের সঙ্গে মাওলানা আনোয়ার শাহ’র মতবিনিময় আলোচনা শুরু হয়েছে। প্রতিনিধিদের পক্ষ থেকে প্রথমেই কথা বলছেন মাওলানা নুরুল আমীন।

গত ১৭ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত বেফাকের ওলামা সম্মেলনে কিশোরগঞ্জ জামিয়া ইমদাদিয়ার মুহতামিম মাওলানা আনোয়ার শাহ’র সঙ্গে কিছু ব্যক্তির অসৌজন্যমূলক আচরণে পরিস্থিতি খারাপ হতে থাকে। দ্রুত বিষয়টি নিরসন করতে ঢাকার প্রতিনিধিগণ কিশোরগঞ্জে যাওয়ার সিদ্ধান্ত নেন।দুপুর ৩ টার পর প্রতিনিধি দলের ৮ জন সদস্য জামিয়া ইমদাদিয়া কিশোরগঞ্জে পৌঁছেছেন।

প্রতিনিধির মধ্যে রয়েছেন, ১. আবদুল জব্বার জাহানাবাদী, বেফাক মহাসচিব। ২. মুফতী ওয়াক্কাস, সহসভাপতি বেফাক বোর্ড । ৩. মুফতী মিজানুর রহমান সাঈদ, মা’হাদুশ শায়খ যাকারিয়া, বসুন্ধরা।৪. মাও. মুসলেহুদ্দীন রাজু, সদস্য মজলিসে শূরা ও আমেলা। বেফাকবোর্ড।  ৫. মাও. নূরুল আমীন, মুহাদ্দিস ফরিদাবাদ মাদরাসা। ৬. মুফতি ফয়যুল্লাহ, মুহাদ্দিস লালবাগ মাদরাসা।৭. মাও. রেযাউল করীম, যুগ্ম সাধারণ সম্পাদক, বেফাক বোর্ড।৮. মাও. নূরুল ইসলাম, মুহতামিম, খিলগাঁও মাদরাসা।

গতকাল মঙ্গলবার (২৫ অক্টোবর) জামিয়া শরইয়্যাহ মালিবাগে বেফাকের এক ঘরোয়া বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

এফএফ

 


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ