বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৮ রমজান ১৪৪৫


কুমিল্লা পল্লী বিদ্যুৎ কর্মচারীদের ৫ দফা দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আমিনুল ইসলাম হুসাইনী, কুমিল্লা

kumillaবাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতিতে চুক্তি ভিত্তিক নিয়োগ পাওয়া মিটার রিডার ও ম্যাসেঞ্জার পদে কর্মরত কর্মচারীদের চাকরি স্থায়ীকরণসহ ৫ দফা দাবিতে অবস্থান কর্মসূচি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন কর্মচারীরা।

বুধবার দুপুরে জেলার সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর (বিশ্বরোড) এলাকার কুমিল্লা পল্লী বিদ্যুৎ-২ এর সদর দফতরের সামনে তারা এ কর্মসূচি পালন করেন। এতে বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সভাপতি নুরুল আমিন, সহ-সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক রহমত আলী প্রমুখ।

এ সময় নেতৃবৃন্দগণ বলেন, বর্তমানে কুমিল্লাসহ সারাদেশে বিভিন্ন সমিতিতে কর্মরত প্রায় ১৫ হাজার মিটার রিডার ও ম্যাসেঞ্জার চুক্তি নবায়ন বাতিল ও চাকরি হারানোর আতঙ্কে রয়েছেন। পরে দুপুরে কর্মচারীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে। প্রায় ১৫ মিনিটের অবরোধের ফলে মহাসড়কের দু'পাশে সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। পরে পুলিশ অবরোধস্থলে এসে কর্মচারীদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে নেন।

এফএফ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ