শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


মাদরাসা শেষে বাড়ি ফেরা হলো না শোয়াইবের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ourislam_boxadকক্সবাজার: মাদরাসা ছুটির পর আর বাড়ি ফেরা হলো না ৯ বছরের শিশু শিক্ষার্থী শোয়াইবুল আলমের। বেপরোয়া গতির পিকআপের ধাক্কায় গুরুতর আহত শোয়াইব ১৫ ঘণ্টা হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মৃত্যুর কাছে হার মেনেছে।

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ইসলামপুর ফুলছড়ি গেটে রোববার বেলা ১২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সোমবার ভোরে শোয়াইব মারা যায়।

সে চকরিয়া উপজেলার ফুলছড়ি শিয়াপাড়ার মৃত শামসুল আলমের ছেলে ও আলফরমুজ লেচুমা করিম বালিকা দাখিল মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্র।

জানা যায়, শোয়াইব মাদ্রাসা ছুটির পর বাড়ি ফিরছিল। মহাসড়কের ফুলছড়ি গেইট এলাকায় রাস্তা পার হওয়ার সময় চকরিয়াগামী পিক-আপ (চট্ট মেট্রো ন-১১-৪৩৬৯) তাকে ধাক্কা দিলে রাস্তার পাশে ছিটকে পড়ে। গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত মালুমঘাট খ্রীষ্টান হাসপাতালে ভর্তি করে।

খুটাখালী ইউপির ৮ নম্বর ওয়ার্ড সদস্য জসিম উদ্দিন বলেন, সোমবার বেলা সাড়ে ১১ টায় জানাযা শেষে স্থানীয় কবরস্থানে শোয়াইবকে দাফন করা হয়েছে। শোয়াইবের মৃত্যুতে তার পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও এলাকায় শোকের ছায়া নেমেছে।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ