রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ ।। ৭ পৌষ ১৪৩১ ।। ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিরোনাম :

সম্পাদকীয় নীতিতে পরিবর্তন আনলো ফেসবুক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

juckerbargআওয়ার ইসলাম: ফেসবুকের প্রধান সম্পাদক মার্ক জাকারবার্গ গত শুক্রবার তাদের সম্পাদকীয় নীতিতে কিছু পরিবর্তন এনেছেন। শুক্রবার জাকারবার্গ জানান, এখন থেকে যেকোনো অ্যানিমেশন বা গ্রাফিক্স যদি সংবাদ হিসেবে যোগ্য, গুরুত্বপূর্ণ ও জনগণের আগ্রহের বিষয় হয় তবে তা সেন্সর করা হবে না।

যদিও এর আগে তিনি বলেছিলেন, ফেসবুক একটি সামাজিক যোগাযোগমাধ্যম, কোনো সংবাদমাধ্যম নয়; কিন্তু এবারে সম্পাদকীয় নীতি পরিবর্তন করে খবর বা ছবির সংবাদমূল্য নির্ধারণে বসেছেন তিনি। সম্প্রতি স্তন ক্যানসারের সচেতনতামূলক এক সুইডিশ প্রচারণার বিজ্ঞাপন ফেসবুক থেকে অপসারণ করা হয়। পরে এ বিষয়ে মা প্রার্থনা করে কর্তৃপ। ফেসবুক মুখপাত্র জানান, ওই অ্যানিমেটেড বিজ্ঞাপনটি ফেসবুক নীতির পরিপন্থী নয়। ভুলক্রমে এটি সরিয়ে নেয়া হয়েছিল। পরে তা অনুমোদন করার কথাও জানানো হয়েছে ওই সুইডিশ দলটিকে।

তারও আগে ভিয়েতনাম যুদ্ধের ওপর লেখা একটি প্রবন্ধে ভিয়েতনাম যুদ্ধের বিখ্যাত ছবি ‘নাপাম গার্ল’ সরিয়ে নিতে বা ছোট করে দিতে বলা হয় লেখককে। এর প্রতিক্রিয়ায় নরওয়েজিয়ান একটি সংবাদপত্রের সম্পাদক জাকারবার্গের সমালোচনা করে প্রবন্ধ লেখেন।

এফএফ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ