বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫


মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো রাজশাহীর ইজতেমা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

iztema-razshahiআওয়ার ইসলাম: রাজশাহীতে তাবলিগ জামায়াতের তিনদিনব্যাপী আঞ্চলিক ইজতেমা আজ শনিবার আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হয়েছে। বেলা ১১টা ২০ মিনিট থেকে ১১টা ৫৫ মিনিট পর্যন্ত মোনাজাত অনুষ্ঠিত হয়।

রাজশাহীর কেন্দ্রীয় শাহ মখদুম (রহ.) ঈদগাহে তাবলিগ জামায়াতের এই ইজতেমা অনুষ্ঠিত হয়।

মোনাজাতে বাংলাদেশসহ গোটা বিশ্বের মুসলিম উম্মাহর সুখ, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। ইসলামের নামে সন্ত্রাস ও জঙ্গিবাদ সৃষ্টিকারীদের ওই পথ পরিহার করে শান্তির পথে ফিরে আসার জন্য আহ্বান জানানো হয়।

মোনাজাত পরিচালনা করেন রাজধানীর কাকরাইল মসজিদ থেকে আসা তাবলিগ জামাতের সুরা সদস্য মাওলানা জুবায়ের আহমেদ। এর আগে ফজরের পর থেকে কাকরাইল মসজিদের মুরুব্বি মাওলানা রবিউল হক ও মাওলানা আবদুল মতিন মুসল্লিদের উদ্দেশে কোরআন ও হাদিস থেকে বয়ান করেন।

গত বৃহস্পতিবার ফজরের নামাজের পর আমবয়ানের মধ্যে দিয়ে রাজশাহী আঞ্চলিক ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়েছিলো।

এফএফ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ