রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ ।। ৭ পৌষ ১৪৩১ ।। ২০ জমাদিউস সানি ১৪৪৬


ভারতীয় ব্যাংকগুলোতে পাকিস্তানি হ্যাকারদের সাইবার হামলার আশংকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

hackerআওয়ার ইসলাম: ভারতীয় ব্যাংকগুলোতে সাইবার হামলা চালাতে পারে পাকিস্তানি সাইবারকর্মীরা। ভারতের ব্যাংগুলোতে পাঠানো বার্তায় এ হুঁশিয়ারি উচ্চারণ করেছে দেশটির সাইবার নিরাপত্তা বিষয়ক সংস্থা কম্পিউটার ইমার্জেনন্সি রেজপন্স টিম-ইন্ডিয়া বা সিইআরটি-ইন। নতুন এ বার্তায় বলা হয়েছে, ভারতীয় ব্যাংকগুলোর তথ্য অবকাঠামো পাকিস্তানি সাইবার অপরাধীদের হামলার প্রধান শিকার হতে পারে। ভারতের সংবাদ মাধ্যম আজ(শনিবার) এ খবর দিয়েছে।

ভারতের ইলেক্ট্রনিকস এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থাটি চলতি মাসের ৭ তারিখে ব্যাংকগুলোর কাছে পাঠানো বার্তায় এ হুঁশিয়ারি দিয়েছ। অবশ্য এই প্রথম এ জাতীয় হুঁশিয়ারি উচ্চারণ করল না  সিইআরটি-ইন। গত জুলাই মাসের ১ তারিখেও একই রকম হুঁশিয়ারি জানিয়েছিল। এ ছাড়া আগস্ট মাসেও দুই দফা হুঁশিয়ারি উচ্চারণ করেছিল সংস্থাটি। এতে বলা হয়েছিল, ট্রোজান ভাইরাস দিয়ে ভারতীয় ব্যাংকগুলোতে সাইবার হামলা হতে পারে।

ভারতে সম্প্রতি বিপুল সংখ্যক ডেবিট কার্ডের তথ্য হাতিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। তার সঙ্গে এ হুঁশিয়ারির কোনো সম্পর্ক আছে কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়া যায় নি বলে খবরে উল্লেখ করা হয়েছে।

সূত্র: পার্স টুডে

এফএফ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ