শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


দেওবন্দের সন্তানরা কাঁদা ছোড়াছুড়ি না করে এক দিল হোন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

olama_sommelan9সম্মেলন থেকে দিদার শফিক

দেওবন্দের উত্তরসুরী ও যোগ্য সন্তান আলেমদের একতা ও সংহতির আহ্বান জানান চট্টগ্রাম জিরি মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শাহ তৈয়ব। মিরপুরের জামিয়া আরজাবাদে বেফাক আয়োজিত ওলামা সম্মেলনে বিশেষ অতিথির বক্তৃতায় এ আহবান জানান তিনি।

তিনি বলেন, কওমি সনদের সরকারি স্বীকৃতি গ্রহণ করা বা না করার ভিত্তিতে যেন পরস্পরে বিরোধ ও অনৈক্য সৃষ্টি না হয়। তিনি বিনয়ের সাথে অনুরোধ করে বলেন, দেওবন্দের সন্তানরা মতানৈক্য ও কাদা ছুদাছুড়ি না করে এক দিল ও নেক দিল হওয়ার চেষ্টা করুন।

সরকার নিয়ন্ত্রিত সনদের ব্যাপারে শঙ্কাবোধ করে তিনি বলেন, মানুষ খাল খনন করে পানি ও মাছের জন্য। কিন্তু সে খননকৃত খালে যদি কুমির প্রবেশ করে তখন সুবিধা মসিবতে পর্যবসিত হবে। তাই সনদ গ্রহণের ব্যাপারে সতর্কতা অবলম্বন করা অতীব জরুরি।

কওমি মাদরাসার স্বীকৃতি প্রদানে শিক্ষা মন্ত্রণালয় ঘোষিত ৯ সদস্যের কমিটি পত্যাখ্যানের পর এ ওলামা সম্মেলনের ডাক দেন বেফাক সভাপতি আল্লাম শাহ আহমদ শফী।

আরো পড়ুন: কওমি মাদরাসা বাংলালিংকের সিম নয় যে নিবন্ধন করতে হবে

স্বাগত বক্তব্যের পর আল্লামা শফী’র লিখিত বক্তব্য পাঠ

বেফাকের সঙ্গে মাওলানা ওলীপুরী ও চরমোনাই বোর্ডের একাত্মতা পোষণ

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ