আওয়ার ইসলাম: কওমি মাদরাসার স্বীকৃতিকে কেন্দ্র করে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ আয়োজিত ওলামা সম্মেলনের মূল পর্ব শুরু হয় সকাল ১০.৩০ মিনিটে। এর আগে সকাল ৯টা ৪০ মিনিটে সম্মেলনে পৌঁছেন আল্লামা শাহ আহমদ শফী।
জানা যায়, জামিয়া হোসাইনিয়া আরজাবাদের প্রিন্সিপাল মাওলানা মোস্তাফা আজাদের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের মূল পর্ব শুরু হয়। তিনি বলেন, সনদের স্বীকৃতির নাম করে কওমি মাদরাসাকে নিয়ন্ত্রণ করার পায়তারা চলছে। আমরা এ হস্তক্ষেপ মেনে নিতে পারি না।
আওয়ার ইসলামের বিশেষ প্রতিনিধি দিদার শফিক জানান, সকাল ১০.৪০ মিনিটে অনুষ্ঠানের প্রধান অতিথি আল্লামা শাহ আহমদ শফী’র পক্ষ থেকে তার লিখিত বক্তব্য পাঠ করেন প্রেস সচিব মাওলানা মুনীর আহমদ।
লিখিত বক্তব্যে বলা হয়, আমি বারবার বলে আসছি সনদের স্বীকৃতির নামে নিয়ন্ত্রণ বা হস্তক্ষেপের মতো কিছু হলে তা কওমি মাদরাসা মানবে না। আলেম ওলামা কওমি মাদরাসার স্বকীয়তা বজায় রেখে স্বীকৃতি চায়। স্বীকৃতি হলে সেভাবেই হতে হবে।
মঞ্চে উপস্থিত রয়েছেন, হাটহাজারী মাদরাসার মহাপরিচালক ও বেফাক সভাপতি আল্লামা শাহ আহমদ শফী, জামিয়া শরইয়্যাহ মালিবাগের মুহতামিম আল্লামা আশরাফ আলী, বেফাকের সহসভাপতি আল্লামা নূর হোসাইন কাসেমী, মহাসচিব মাওলানা আবদুল জব্বার জাহানাবাদী, হেফাজতের ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী, মধুপুরের পীর মাওলানা আবদুল হালিম, কিশোরগঞ্জের জামিয়া ইমদাদিয়া’র প্রিন্সিপাল মাওলানা আনোয়ার শাহ, আরজাবাদ মাদরাসার মুহতামিম মাওলানা মোস্তফা আজাদ, মাওলানা নূরুল ইসলাম ওলীপুরী, মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা মামুনুল হক, মুফতি মুহাম্মদ ফয়জুল্লাহ, মুফতি মুহাম্মদ তৈয়ব প্রমুখ।
আরআর