সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ।। ৮ বৈশাখ ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
নোয়াখালীতে দায়িত্বে অবহেলা করায় ১২শিক্ষককে অব্যাহতি   নারী কমিশনের প্রস্তাবনা, অসভ্যতা প্রসারের নীল নকশা: নেজামে ইসলাম জামায়াতের সঙ্গে মতভিন্নতা আছে, শত্রুতা নয়: মাওলানা ফজলুর রহমান মসজিদে নববীর ইমামকে মালদ্বীপে লালগালিচা অভ্যর্থনা মহানবীর আদর্শ অনুসরণ করলে আমাদের জীবন আলোকিত হবে : ধর্ম উপদেষ্টা বর্তমানে ‘উলূমুল হাদিস’-এর প্রয়োজনীয়তা বাংলাদেশের মতো সম্প্রীতি আশপাশের দেশে খুঁজে পাবেন না: ধর্ম উপদেষ্টা ‘গাজাবাসীর পাশে দাঁড়ানো উম্মাহর আবশ্যিক দায়িত্ব’ নারী কমিশনের প্রস্তাবে পতিত স্বৈরতন্ত্রের সুযোগ: গাজী আতাউর বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ভবনের স্বীকৃতি পেল মসজিদুল হারাম

ভারতের কাছে মূর্তিটি কেন ফেরত চাইছে পাকিস্তান?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

dancing_girlআওয়ার ইসলাম: সম্প্রতি পাক ভারত টান টান উত্তেজনা অবস্থা বিরাজ করছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ ইস্যু হয়েছে ‘ড্যান্সিং গার্ল’। ভারতের কাছে এই মূর্তিটি ফেরত চেয়েছে পাকিস্তান।

বর্তমানে দিল্লির ন্যাশনাল মিউজিয়ামে আছে এই মূর্তি। ১৯২৬ সালে মহেঞ্জোদারোতে প্রত্নতাত্ত্বিক খননকার্যে পাওয়া যায় এই মূর্তিটি। সত্যিই নর্তকী কি না জানা যায় না। তবু মূর্তিটি ‘ডান্সিং গার্ল’ হিসেবেই সবার কাছে পরিচিত।

লাহোর হাই কোর্টে পাকিস্তানি আইনজীবী জাবভেদ ইকবাল জাফেরি পিটিশন দায়ের করেছেন এই মর্মে, সরকার যেন শিগগির ভারত থেকে মূর্তিটি উদ্ধার করে নিয়ে আসে।

ওই মূর্তিটি ভারতবাসীর কাছেও পরিচিত। সিন্ধু সভ্যতার অন্যতম অভিজ্ঞান এই ‘নর্তকী’ মূর্তি। ১০.৫ সেন্টিমিটার উচ্চতার এই মূর্তিটির ঐতিহাসিক গুরুত্ব কিন্তু অসীম। এই মূর্তিটি থেকেই অনুমান করা হয় সিন্ধু সভ্যতার ধর্মবিশ্বাস ও সংস্কৃতি। বিশ্বখ্যাত প্রত্নবিদরাও এই মূর্তির শিল্পসৌকর্যকে সাধুবাদ দিয়ে এসেছেন। ব্রোঞ্জ-নির্মিত এই মূর্তিটিই জানায় সিন্ধু সভ্যতায় ধাতুশিল্প কতটা উন্নত ছিল।

লাহোরের আইনজীবী জাবভেদ ইকবাল জাফেরির বক্তব্য, এই মূর্তি লাহোর মিউজিয়ামের সম্পত্তি। ৬০ বছর আগে দিল্লির ন্যাশনাল আর্টস কাউন্সিল মূর্তিটি ভারতে নিয়ে আসে। কিন্তু তার পর থেকে আর তা ফিরে আসেনি পাকিস্তানের মাটিতে।

পাকিস্তানের ন্যাশনাল মিউজিয়ামের ডিরেক্টর জেনারেল জামাল শাহ জানিয়েছেন, ইউনেসকোর কাছে তারা মূর্তিটি ফিরিয়ে আনার বিষয়ে সাহায্য চেয়ে আবেদন জানাবেন। কারণ, এই মূর্তি পাকিস্তানের ঐতিহ্য।

আরআর


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ