রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ ।। ৭ পৌষ ১৪৩১ ।। ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিরোনাম :

ফেসবুক পেইজে অশ্লীল পোস্ট দেয়ায় ৩ এডমিন আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

facebookআওয়ার ইসলাম: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের Desperately Seeking Uncensored (DSU) নামে একটি গ্রুপের তিন অ্যাডমিনকে আটক করেছে পুলিশ।  ফেসবুকে অশ্লীল পোস্ট দেওয়ার অভিযোগে বুধবার বিকালে তাদের আটক করা হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাইবার ক্রাইম প্রতিরোধের সহকারী কমিশনার (এসি) নাজমুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘রাজধানীর একাধিক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

সাইভার ক্রাইম প্রতিরোধ টিমের এক কর্মকর্তা জানান, ‘পেজটিতে মানুষকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে অশ্লীল পোস্ট দেওয়া হয়। এ বিষয়ে ডিএমপি’র সদর দফতরে জাস্টিস ফর ওম্যান, বাংলাদেশ (JFWBD) নামে একটি সংস্থা লিখিত অভিযোগ করে। পুলিশ তদন্ত করে এই অভিযোগের সত্যতা পায়। এরপর পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।’

তাদের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ