শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫

শিরোনাম :
শিক্ষক ও বাবুর্চি নিয়োগ দেবে রাজধানীর আল্লামা শামসুল হক রহ.মাদরাসা উপজেলা নির্বাচনে যাচ্ছে কি ইসলামি দলগুলো? পাঠ্যপুস্তকের ওপর নির্ভরশীল হয়ে স্মার্ট জেনারেশন সৃষ্টি সম্ভব নয়: শিক্ষামন্ত্রী বিচ্ছিন্নভাবে দে‌শের স্বার্থ অর্জন করার সুযোগ নেই : সেনা প্রধান স্বাস্থ্য সুরক্ষা আইন সংসদে পাশ করব : স্বাস্থ্যমন্ত্রী যাত্রাবাড়ীতে দুই বাসের মাঝে পড়ে ট্রাফিক কনস্টেবল আহত আ.লীগের মন্ত্রী-এমপির আত্মীয়দের উপজেলা নির্বাচনে নিষেধাজ্ঞা; অমান্য করলে ব্যবস্থা ফকিহুল মিল্লাত রহ. এর পরামর্শ -‘ফারেগিন কার সঙ্গে পরামর্শ করবে’ ঢাকায় চালু হলো চীনা ভিসা সেন্টার ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্য পদ দেওয়া নিয়ে ভোট শুক্রবার

বৃটেনের ছায়া মন্ত্রিসভায় টিউলিপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

tulipআওয়ার ইসলাম: বৃটিশ লেবার পার্টির নেতা জেরেমি করবিন পুনরায় ছায়া মন্ত্রিসভার রদবদল করেছেন। তার ছায়া মন্ত্রিসভায় স্থান পেয়েছেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিকী। ছায়া শিক্ষামন্ত্রী অ্যাঙ্গেলা রেনারের চার জনের দলের একজন হয়েছেন তিনি। এর অংশ হিসেবে অল্পবয়সীদের শিক্ষা (আর্লি ইয়ার্স) দেখভাল করবেন শেখ রেহানার কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ। তিনি এখন ‘শ্যাডো মিনিস্টার ফর আর্লি ইয়ার্স’।

টিউলিপ সিদ্দিকী ২০১৫ সালের মে মাসে অনুষ্ঠিত নির্বাচনে লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন সংসদীয় আসন থেকে নির্বাচিত হন। এ খবর দিয়েছে আইটিভি ও টিউলিপের সংসদীয় আসনের স্থানীয় অনলাইন ব্রেন্ট অ্যান্ড কিলবার্ন টাইমস।

খবরে বলা হয়, রোববার ছায়া মন্ত্রিসভার রদবদল চূড়ান্ত করেন লেবার নেতা করবিন। এর আগে টিউলিপ করবিনের ছায়া মন্ত্রিসভার সংস্কৃতি, গণমাধ্যম ও ক্রীড়া উপমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। বৃটিশ সংসদের নারী ও সমতাবিষয়ক কমিটিতেও ছিলেন তিনি। এবারে লেবার দলের ছায়া মন্ত্রিসভার শিক্ষা মন্ত্রণালয়ের টিমে কাজ করার সুযোগ পেলেন টিউলিপ। ছায়া মন্ত্রিসভায় স্থান পাওয়ার প্রতিক্রিয়ায় টিউলিপ এক টুইটে লিখেছেন, ‘চমৎকার ব্যক্তিত্ব অ্যাঙ্গেলা রেনারের ছায়া শিক্ষাবিষয়ক দলে যোগ দিতে পেরে আনন্দিত বোধ করছি। শিক্ষা ও অল্পবয়সীদের শিক্ষায় সরকারকে জবাবদিহি করাতে লড়াই করে যাবো আমরা।’ টিউলিপের এই অর্জনে তাকে প্রশংসা ও অভিনন্দনে ভাসিয়েছেন অন্য বৃটিশ সংসদ সদস্য ও মন্ত্রিসভার অন্যরাও।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ