শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫


হেলমান্দ প্রদেশে ঢুকে পড়েছে তালেবান; সংঘর্ষ চলছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

afganআওয়ার ইসলাম: বড় ধরনের অভিযান চালিয়ে আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশের রাজধানীতে ঢুকে পড়েছে তালেবান। আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাদিক সাদিক জানিয়েছেন, তালেবান যোদ্ধারা আজ (সোমবার) লস্কারগাহ শহরে কয়েকটি নিরাপত্তা চৌকিতে হামলা চালিয়েছে। তিনি বলেন, আফগান নিরাপত্তা বাহিনী খুব শিগগির তালেবানের বিরুদ্ধে অভিযান চালাবে এবং তাদের সেখান থেকে হটিয়ে দেবে।

এদিকে, গেরিলারা শহরের অভিমুখে অগ্রসর হচ্ছে বলে তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ দাবি করেছেন। হেলমান্দের প্রাদেশিক পরিষদের উপ-পরিচালক আব্দুল মাজিদ আখোজাদে বলেছেন, গেরিলারা প্রতিরক্ষা নিরাপত্তা বলয় ভেঙে শহরে প্রবেশ করতে সক্ষম হয়।

সম্প্রতি তালেবান গেরিলারা হেলমান্দে হামলা জোরদার করেছে এবং গতকাল (রোববার) প্রাদেশিক রাজধানী লস্কারগাহের কাছে অবস্থিত নাওয়া জেলাটি দখলে নেয়। এছাড়া, গোলযোগপূর্ণ ওই শহরে একটি গাড়ি বোমা বিস্ফোরণ ঘটলে এক ডজনের বেশি ব্যক্তি নিহত হয়। হামলায় নিহতদের মধ্যে ১০ জন পুলিশ কর্মকর্তা এবং বাকিরা বেসামরিক ব্যক্তি বলে পুলিশ জানিয়েছে।

এফএফ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ