শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


শিব সেনার হুমকিতে রামলীলা ছাড়লেন নাওয়াজুদ্দিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

nawazআওয়ার ইসলাম: ভারতের একটি উগ্র ডানপন্থী হিন্দু দল হুমকি দেয়ার পর বলিউড তারকা নাওয়াজুদ্দিন সিদ্দিকী একটি ধর্মীয় নাটকে অভিনয়ের ইচ্ছে ত্যাগ করেছেন। রামায়নের কাহিনির ওপর রচিত রামলীলা নামের ধর্মীয় নাটকটি পুরো ভারত জুড়ে মঞ্চস্থ করা হয়। ভারতের উত্তর প্রদেশ রাজ্যে নিজের গ্রাম বুধানায় একটি রামলীলা পালায় নাওয়াজুদ্দিন সিদ্দিকীর অভিনয় করার কথা ছিল।

কিন্তু হিন্দুত্ববাদী দল শিভ সেনার কিছু সদস্য বলে যে এই নাটকে 'কোন মুসলমানকে' তারা স্টেজে দেখতে চায় না। এর ফলে অভিনয় শুরু হওয়ার কয়েক মিনিট আগে মি. সিদ্দিকী তার সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য হন। তিনি অবশ্য এর আগে জানিয়েছিলেন এই নাটকে অভিনয় করার ইচ্ছে তার ছেলেবেলা থেকেই ছিল।

তবে এই ধরনের হুমকি শিভ সেনার জন্য নতুন নয়। ধর্মীয় এজেন্ডা পুশ করার জন্য শিভ সেনা প্রায়ই এই কাজ করে থাকে।শিব সেনার সূচনা ১৯৬৬ সালে। মহারাষ্ট্র থেকে দক্ষিণ ভারতীয়দের ঠেকিয়ে রাখতে এবং ইসলামের প্রসারকে রোধ করতেই এই দলটি গঠিত হয়।

সূত্র: বিবিসি

এফএফ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ