বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ ।। ৫ বৈশাখ ১৪৩১ ।। ৯ শাওয়াল ১৪৪৫


চলতি বছর জিপিডি প্রবৃদ্ধি হবে ৬.৮ ভাগ : বিশ্বব্যাংক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

world-bankআওয়ার ইসলাম: চলতি অর্থবছর মোট দেশজ উৎপাদন (জিপিডি) প্রবৃদ্ধি ৬ দশমিক ৮ শতাংশ অর্জিত হবে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। সে ক্ষেত্রে বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী, চলতি অর্থবছর অতি দারিদ্র্যের হার ১২ দশমিক ১ শতাংশে নেমে আসবে।

এবারের বাজেটে চলতি অর্থবছর প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ দশমিক ২ শতাংশ।

আজ সোমবার বিশ্বব্যাংকের ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’ প্রতিবেদনে এই হিসাব তুলে ধরা হয়েছে।

এ উপলক্ষে বিশ্বব্যাংক ঢাকা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থার আবাসিক প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন বাংলাদেশের অর্থনীতির হালনাগাদ প্রতিবেদন তুলে ধরেন। এতে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর চিমিয়াও ফান বক্তব্য দেন।

এতে বলা হয়, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং মানব উন্নয়ন সূচকের অগ্রগতির কারণে ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশে অতিদরিদ্র মানুষের সংখ্যা মোট জনগোষ্ঠীর ১২ দশমিক ৯ শতাংশে নেমে এসেছে।

এর আগের ২০১৪-১৫ অর্থবছরে দেশে অতিদারিদ্র্যের হার ছিল ১৩ দশমিক ৮ শতাংশ। মাথাপিছু আয়ের তুলনায় বাংলাদেশে দারিদ্র্য হ্রাসের হার অনেক বেশি। এ ক্ষেত্রে বাংলাদেশের অর্জন পার্শ্ববর্তী ভারত, নেপাল, পাকিস্তান ও ভুটানের চেয়ে ভালো।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ