শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


কওমি স্বীকৃতির লক্ষে শিক্ষা মন্ত্রনালয়ের গঠিত কমিটির ৯ সদস্য কারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

99999আওয়ার ইসলাম : কওমী মাদরাসার শিক্ষা ব্যবস্থার স্বীকৃতি বাস্তবায়নের লক্ষে শিক্ষা মন্ত্রনালয়ের গঠিত ৯ সদস্যের কমিটির আহ্বায়ক জামিয়া ইকরার পরিচালক ও শাইখুল হাদিস মাওলানা ফরীদ উদ্দীন মাসউদ। সদস্য সচিব ‍হিসেবে আছেন গওহরডাঙ্গা মাদরাসার মহাপরিচালক মুফতি রুহুল আমিন।

এ ছাড়া কমিটির অন্য সদস্যরা হচ্ছেন, দারুল মাআরিফ এর পরিচালক মাওলানা সুলতান যওক নদভী, পটিয়া মাদরাসার মুহতামিম মাওলানা আবদুল হালিম বোখারী, কিশোরগঞ্জ জামিয়া ইমদাদিয়ার মুহতামিম মাওলনা আনোয়ার শাহ। সিলেটের আলেম মাওলানা আবদুল বাসেত বরকতপুরী, মাওলানা আবদুল কুদ্দুস, মুহতামিম ফরিদাবাদ মাদরাসা। বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টার এর সিনিয়র মুহাদ্দিস মুফতি এনামুল হক। খুলনা জামিয়া মাদানিয়া এর মুহতামিম মাওলানা ইমদাদুল্লাহ কাসেমী।

কওমি মাদরাসার স্বীকৃতি নিয়ে নানামুখী তর্ক বিতর্কের মধ্যে ৯ সদস্যের কমিটি গঠন করে গতকাল ২৭ সেপ্টেম্বর মঙ্গলবার একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয় শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েব সাইটে। শিক্ষা মন্ত্রণালয়ের মাদরাসা অনুবিভাগ এ কমিটির সাচিবিক দায়িত্ব পালন করবে বলে উল্লেখ করা হয় প্রজ্ঞাপনে।

এফএফ


সম্পর্কিত খবর