বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ।। ২২ মাঘ ১৪৩১ ।। ৬ শাবান ১৪৪৬


বাংলাদেশ-আফগানিস্তান খেলা শুরু : প্রথম ওভারেই সাজঘরে সৌম্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

khelaআওয়ার ইসলাম : দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নেমে শুরুটা ভালো হলো না বাংলাদেশের। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে শুরুতেই সাজঘরমুখী হয়েছেন সৌম্য সরকার। প্রথম ওভারের পঞ্চম বলেই মিডউইকেটে সহজ ক্যাচ দিয়ে ফিরে গেছেন এই বাঁহাতি ওপেনার। এই প্রতিবেদন লেখার সময় ২ ওভার শেষে বাংলাদেশের স্কোর: ১০/১। ৯ রান নিয়ে উইকেটে আছেন আরেক ওপেনার তামিম ইকবাল।

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে প্রায় ছয় মাস পর আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন বাংলাদেশের ক্রিকেটাররা। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে শুরুতেই টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শুরুর ঠিক আগ দিয়ে বোলিং অ্যাকশন সংক্রান্ত নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়েছেন ডানহাতি পেসার তাসকিন আহমেদ ও স্পিনার আরাফাত সানি। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতেও তাসকিনকে নিয়েই মাঠে নেমেছে বাংলাদেশ। তবে সানির নাম নেই তিন ম্যাচের এই সিরিজের জন্য ঘোষিত দলে।

তিন পেসারের দল নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার সঙ্গে আছেন রুবেল হোসেন ও তাসকিন আহমেদ।

বাংলাদেশ দল : তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, তাইজুল ইসলাম

সূত্র : এন টিভি

এফএফ


সম্পর্কিত খবর