বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ।। ১১ বৈশাখ ১৪৩১ ।। ১৫ শাওয়াল ১৪৪৫


বাসে উঠতে ভয় পেতেন, মৃত্যু হলো রিক্সা উল্টে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Nihoto-2-660x330মিনহাজ উদ্দীন; শেরপুর থেকে

শেরপুরে রিক্সা উল্টে খাঁদে পড়ে এনায়েতুল্লাহ (৪৭) নামে এক ব্যাক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি জেলা শহরের দক্ষিন নবীনগরের মৃত চহিমদ্দিন ওরফে চনুহাজীর ছেলে।

আজ বিকাল ৪ টার দিকে শ্রীবরদী থেকে রিক্সা দিয়ে শেরপুরে আসার পথে যোগনীমুড়া ব্রীজের কাছে পৌছালে  রিক্সা উল্টে রিক্সাসহ ব্রিজের নিচে খাঁদে পড়ে যায়।

এতে ব্রিজের পাটাতনে মাথায় গুরুতর আঘাত পায় এবং ডান কান দিয়ে ব্যাপক রক্তক্ষরণ শুরু হলে স্থানীয়রা উদ্ধার জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন । মৃত্যু এনায়েতুল্লা শ্রীবরদী প্রাণীসম্পদ অফিসে ড্রেসার হিসাবে কর্তরত ছিলেন ।

স্থানীয় একটি সূত্র জানিয়েছে, বাসসহ অন্যান্য পাবলিক পরিবহনে চলাচলে ভয় পেতেন বলে তিনি তার ব্যাক্তিগত একটি রিক্সা দিয়ে লোক রেখে চাকরির পাশাপাশি জেলার বিভিন্ন স্থানে গবাদী পশুর চিকিৎসা করতেন।

শেরপুর জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: আব্দুল মান্নান ও জেলা সদর হাসপাতালের আরএমও ডা: মোবারক হোসেন মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ