শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

pm-usaআওয়ার ইসলাম: জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে কানাডা থেকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এয়ার কানাডার একটি ফ্লাইটে স্থানীয় সময় রোববার বিকেল ৩টায় নিউ ইয়র্ক সিটির লা গার্ডিয়া বিমানবন্দরে পৌঁছান তিনি। সেখানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান যুক্তরাষ্ট্রে নিয়োজিত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন।

বিমানবন্দর থেকে মোটর শোভাযাত্রা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ম্যানহাটনের হোটেল ওয়ার্ল্ডোফ এস্টোরিয়ায় নিয়ে যাওয়া হয়। নিউ ইয়র্ক সফরে সেখানেই থাকবেন তিনি।

বিটিআরসি চেয়ারম্যান শাহজাহান মাহমুদ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত হয়েছিলেন।

গত শনিবার ম‌্যানহাটনে বিস্ফোরণের ঘটনায় নিরাপত্তার কড়াকড়ি থাকলেও প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিপুল সংখ‌্যক নেতাকর্মী বিমানবন্দরের বাইরে জড়ো হন। শেখ হাসিনার গাড়ি বহর হোটেলের দিকে যাওয়ার সময় রাস্তার পাশে দাঁড়িয়ে স্লোগান দিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান তারা।

প্রধানমন্ত্রীর নিউ ইয়র্ক আগমন উপলক্ষে যুক্তরাষ্ট্র বিএনপি ‘প্রতিরোধ কর্মসূচি’ ঘোষণা করলেও বিমানবন্দরে তাদের কোনো নেতাকর্মীকে দেখা যায়নি। বিএনপির ওই কর্মসূচির পাল্টা ‘যেখানে বিএনপি-জামাত, সেখানেই প্রতিরোধ’ কর্মসূচি ঘোষণা করেছিল আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ