শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


আজ থেকে শুক্রবার পর্যন্ত ‘তাকবির’ পড়ুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

takbir-top20160911154548আমিন ইকবাল : শুরু হয়েছে ‘তাকবিরে তাশরিক’। আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব ঘোষণা, একত্ববাদের স্বীকৃতি ও তাঁর প্রশংসা হলো তাকবিরে তাশরিক। প্রত্যেক বছর জিলহজ মাসের ৯ তারিখ ফজরের নামাজ থেকে ১৩ জিলহজ আসর নামাজ পর্যন্ত এ পাঁচ দিন তাকবির পড়া ওয়াজিব। ফলে আজ সোমবার থেকে শুক্রবার পর্যন্ত মোট ২৩ ওয়াক্ত তাকবির পড়তে হবে।

তাকবিরে তাশরিক আরবি : اَللهُ اَكْبَر اَللهُ اَكْبَر لَا اِلَهَ اِلَّا اللهُ وَاَللهُ اَكْبَراَللهُ اَكْبَر وَلِلهِ الْحَمْد

উচ্চারণ : আল্লাহু আকবর, আল্লাহু আকবর, লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবর, আল্লাহু আকবর, ওয়ালিল্লাহিল হামদ্।

অর্থ : আল্লাহ মহান, আল্লাহ মহান; আল্লাহ মহান, আল্লাহ ব্যতিত কোনো উপাস্য নেই; সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আল্লাহ মহান।

তাকবিরে তাশরিক পড়বেন যারা : প্রত্যেক প্রাপ্তবয়স্ক পুরুষ-নারী, মুকিম-মুসাফির, গ্রামবাসী-শহরবাসী, জামাআতে বা একাকি প্রত্যেক ফরজ নামাজের পর প্রত্যেকের উপর একবার করে তাকবিরে তাশরিক পাঠ করা ওয়াজিব।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ