শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


‘আল্লাহু আকবার’ বলায় ৬ মাসের কারাদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

allahu-akbarআওয়ার ইসলাম: স্পিকারের মাধ্যমে নিজের বোটের উপর থেকে ‘আল্লাহু আকবার’ ধ্বনী উচ্চরণ করার অভিযোগে এক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড এবং ৫ হাজার ইউরো জরিমানা করেছে ফ্রান্সের বন্দর নগরি মারসেইয়ে’র ক্রিমিনাল আদালত।
শাফাকানা’র উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা এ বিষয়ে একটি প্রতিবেদন করেছে বৃহস্পতিবার।
প্রতিবেদনে বলা হয়, তুরস্কের বার্তা সংস্থা আনাতোল ৮ সেপ্টেম্বর এক রিপোর্টে লিখেছে, মারসেইয়ের পূর্বাঞ্চলীয় কাসি শহরে নিজের বোটের উপর থেকে স্পিকার ব্যবহার করে আল্লাহু আকবার ধ্বনী উচ্চারণ করেন ঐ ব্যক্তি। তার ব্যাপারে অভিযোগ, উচ্চ আওয়াজে আল্লাহু আকবর বলার মাধ্যমে তিনি তার পাশে থাকা ব্যক্তিদের ভয় দেখিয়েছেন। পুলিশ এ অভিযোগে তাকে গ্রেফতার করে এবং আদালতে সোপর্দ করে। ঘটনাটি গত জুলাই মাসের শেষের দিকে সংগঠিত হয়।

জানা যায়, মারসেইয়ের প্রসিকিউটর ঐ ব্যক্তির জন্য ১ বছরের কারাদণ্ড এবং ১৫০০ ইউরো জরিমানা’র আবেদন জানিয়েছিল। আদালত সেটাকে ৬ মাস ও ৫ হাজার ইউরোতে এনেছে।

আরআর


সম্পর্কিত খবর