বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৮ রমজান ১৪৪৫


নেপালে প্রথম মুসলিম আইনজীবী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ourislam-muslim-nari-copyআওয়ার ইসলাম : মোহনা আনসারি সম্প্রতি নিয়োগ পেয়েছেন নেপালের মানবাধিকার কমিশনের প্রধান হিসেবে। নেপালের প্রথম মুসলিম আইনজীবী তিনি। মুসলিম নারী হিসেবে তিনিই প্রথম কোনো নারী যিনি নেপাল সরকারের এত উচ্চ পদে নিয়োগ পেলেন।

২০১৪ সালের নভেম্বরে তিনি প্রধানমন্ত্রীর অফিস থেকে একটি ফোন কল পান। তাকে বলা হয় নেপালের মানবাধিকার কমিশনের দায়িত্ব গ্রহণ করার জন্য।  এই আইনজীবী তখন এটা বিশ্বাসই করতে পারছিলেন না। নেপালের সাম্প্রতিক সময়ে তার পদটিই কোনো মুসলিম নারীর জন্য সর্বোচ্চ পদ।

 

৫ সদস্যের কমিশনের একমাত্র নারী সদস্য হিসেবে তার দায়িত্ব হচ্ছে নিরাপত্তা বাহিনীর জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং লিঙ্গ বৈষম্য দূরীকরণ।আনসারি জানান, তাকে বিভিন্ন সময় ভয়ভীতি দেখানো হয়। তবে এতে দমে যাওয়ার পাত্রী নন তিনি।

আনসারি নেপালে নারীদের জন্য সরকারি চাকুরিতে কোটা সংরক্ষণের নতুন আইনকে সমর্থন করেন এবং আশা করেন এতে মুসলিম নারীরাও উপকৃত হবে। নেপাল আগে সাংবিধানকিভাবে হিন্দু রাষ্ট্র থাকলেও এখন এটি ধর্মনিরপেক্ষ।  নেপালের জনসংখ্যার ৪ ভাগেরও কম  ইসলাম ধর্মাবলম্বী।

এফএফ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ