বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ।। ১১ বৈশাখ ১৪৩১ ।। ১৫ শাওয়াল ১৪৪৫


ওবামার চেয়ে পুতিনকে ভালো ভালো বললেন ট্রাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

obama_tramp

আওয়ার ইসলাম : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন বারাক ওবামার চেয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনই নেতা হিসেবে ভালো।

সাবেক সেনা কর্মকর্তাদের এক অনুষ্ঠানে মিস্টার ট্রাম্প এমন মন্তব্য করলেন। ওই অনুষ্ঠানে উপস্থিত থেকে নানা প্রশ্নের জবাব দিয়েছেন মিস্টার ট্রাম্প ও তাঁর প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেট দলের হিলারি ক্লিনটন। নিউইয়র্কে ওই অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্প ও হিলারি ক্লিনটনকে ৩০ মিনিট করে সময় দেয়া হয়।

এক প্রশ্নের জবাবে মিস্টার ট্রাম্প বলেন, ‘আমাদের প্রেসিডেন্টের চেয়ে রাশিয়ার প্রেসিডেন্ট অনেকটাই ভালো নেতা’। তিনি বলেন রাশিয়ার প্রেসিডেন্ট যখন তাকে চমৎকার বলেছেন তখন সেটিকে তিনি প্রশংসা হিসেবেই নিয়েছেন। ট্রাম্পের মতে মিস্টার পুতিনের তার দেশের ওপর অসাধারণ নিয়ন্ত্রণ রয়েছে।

এর আগেও রাশিয়ার প্রেসিডেন্টের বিষয়ে মন্তব্য করে আলোচনায় এসেছিলেন ডোনাল্ড ট্রাম্প।

সূত্র : বিবিসি

এফএফ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ