বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৮ রমজান ১৪৪৫


ইসরাইলি প্রধানমন্ত্রীর সাথে হাত মেলাতে অস্বীকৃতি জানালেন ডাচ এমপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ourislam-dach-copyআওয়ার ইসলাম : নেদারল্যান্ড সফরের সময় ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে হাত মেলাতে অস্বীকৃতি জানিয়েছেন এক ডাচ এমপি। নেতানিয়াহুর নেদারল্যান্ডস পার্লামেন্ট পরিদর্শনের সময় অন্যদের সাথে উপস্থিত ছিলেন তুনাহান কুজু নামের ওই এমপি। অন্যরা তার সাথে হাত মেলালেও তিনি তার হাত দুটি পেছনে সরিয়ে রাখেন। কুজুর পোশাকে এ সময়  ফিলিস্তিনি পতাকাশোভিত ল্যাপেল পিন শোভা পাচ্ছিল।

এই ঘটনাটি কুজু  সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করলে তা ব্যাপক সাড়া পেয়েছে। গ্রিন লেফট পার্টির সদস্য রিক গ্রাশোফও তার উদ্যোগকে সমর্থন করেছেন। চরম বামপন্থী ও অভিবাসনপন্থী ডেনক পার্টির সহ-প্রতিষ্ঠাতা ৩৫ বছর বয়স্ক কুজু অনেক আগে থেকেই ফিলিস্তিনিদের প্রতি সহনাভূতিশীল হিসেবে পরিচিত।

চলতি সপ্তাহের শুরুর দিকে সাবেক ডাচ প্রধানমন্ত্রী ড্রাইস ভ্যান অ্যাগচ ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে 'যুদ্ধাপরাধী' হিসেবে অভিহিত করে তার বিচার করার দাবি জানিয়েছিলেন।

এফএফ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ