বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫


আইএসের রাজধানী রাক্কায় অভিযানে প্রস্তুত তুরস্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Turkish troops drive their tanks on September 4, 2016 on a road near the Syrian village of al-Waqf and some 3km south of al-Rai, the small border town with Turkey. Turkish forces and Syrian rebels expelled the Islamic State group from the last areas of the Syrian-Turkish border under their control on September 3, 2016, the Syrian Observatory for Human Rights said. / AFP PHOTO / Nazeer al-Khatib

আওয়ার ইসলাম: তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান জানিয়েছেন, ইসলামিক স্টেটের (আইএস) রাজধানী সিরিয়ার রাক্কা শহরে অভিযানের জন্য প্রস্তুত রয়েছে তুরস্ক ও যুক্তরাষ্ট্র। তিনি জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা চীনে অনুষ্ঠিত জি২০ সম্মেলনে জঙ্গিদের বিরুদ্ধে এ অভিযানের ব্যাপারে তার সঙ্গে কথা বলেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

এরদোগান বলেন, এ অভিযানের বিষয়ে ওবামাকে জানানো হলে তিনি তাকে জানিয়েছেন কোনো সমস্যা নাই।

এরদোগানের এ বক্তব্য তুরস্কের স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
গত মাসে সিরিয়ার ভূখণ্ডে আইএস ও কুর্দি বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান শুরু করে তুরস্ক। তুরস্ক সমর্থিত মিলিশিয়ারা দেশটির সীমান্তবর্তী জারাব্লুজ শহর থেকে আইএসকে হটিয়ে দিয়েছে। তবে কুর্দি বিদ্রোহীরা তুরস্কের দিকে এগিয়ে আসতে পারে এরদোগান আশঙ্কা করছেন।

আইএস ও কুর্দি বিদ্রোহীদের বিরুদ্ধে তুরস্কের এ অভিযান অব্যাহত রয়েছে। তুরস্কের উপ-প্রধানমন্ত্রী নুরেতিন কানিকলি জানান, তুরস্কের সেনাবাহিনী সীমান্ত সুরক্ষার জন্য সিরিয়ার আরও গভীরে প্রবেশ করতে পারে।

তুরস্কের এ অভিযানকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সবচেয়ে বড় মিত্র রাষ্ট্র রাশিয়া ‘গভীর উদ্বেগের’ বলে অভিহিত করেছে।

সূত্র: বিবিসি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ