শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ ।। ৬ বৈশাখ ১৪৩২ ।। ২১ শাওয়াল ১৪৪৬


মাদরাসা শিক্ষক হওয়া অপরাধ?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

asif najrulআসিফ নজরুল

আগে হিন্দু হলে সরকারি চাকরি হত না অনেকের। এখন বাবা মাদরাসার শিক্ষক হওয়ার অপরাধে পাস করেও চাকরি হচ্ছে না কারো কারো (যেমনঃ ৩৪ তম বিসিএস পরীক্ষায়)।

বাবা, চাচা, মামা বিএনপি করলে বা বাড়ি বগুড়া-ফেনী হলেও নাকি সরকারি চাকরি নেই এখন!!

এসব বৈষম্য বাংলাদেশ সংবিধানের ২৮ ও ২৯ অনুচ্ছেদের লঙ্ঘন, মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী এবং নৈতিকভাবে গুরুতর অপরাধ! কিন্তু এই দেশে কোন বিচার নেই এসবের। এত মানবাধিকার নেতা-কর্মী আছে, কিন্তু কেউ নেই এসব নিয়ে বলার!

(আসিফ নজরুলের ফেসবুক স্ট্যাটাস থেকে)


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ