মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ।। ১০ বৈশাখ ১৪৩১ ।। ১৪ শাওয়াল ১৪৪৫


কাবার ছায়ায় কবি আব্দুল হাই শিকদার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Untbbictled-1আওয়ার ইসলাম : বিশিষ্ট কবি, প্রাবন্ধিক এবং সাংবাদিক আব্দুল হাই শিকদার সৌদি বাদশাহের মেহমান হিসেবে হজে গেছেন। গত ২ সেপ্টেম্বর মক্কার উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি।

আজ তাওয়াফ করে সামাজিক যোগাযোগের মাধ্যমে আবেগঘন পোস্ট দিয়েছেন কবি। একটু আগে দেয়া পোস্টটিতে কবি ও নজরুল গবেষক আব্দুল হাই শিকদার লিখেছেন, ‘কাবা ও কবি! দুনিয়া ছেড়ে যাওয়ার আগে নজরুলের শেষ সাধ ছিল কাবায় মাথা লুটাতে। জাতীয় কবির সে স্বপ্ন কেন যে পূরণ হয়নি কে জানে। আর আমি সামান্য এক কবিতা কর্মী অসামান্য করুণায় করছি অবগাহন! আজ নজরুলের গান গেয়ে গেয়ে তাওয়াফ করলাম পবিত্র গৃহ!’

তিনি আরও লিখেছেন, মানবিক মহাসমুদ্রের তরঙ্গের পর তরঙ্গের মধ্যেও সম্পন্ন করেছি আজকের তাওয়াফ।

এফএফ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ