শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


সৌদি আরবে নতুন আইন : নামাজ না পড়লে তিন দিনের জেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Untivnvtled-1 copyআওয়ার ইসলাম : সৌদি আরবে নতুন আইন হয়েছে। নামাজের সময় দোকান খোলা থাকলে তিন দিনের জেল হয়ে যেতে পারে।

দোকান খোলা থাকলে তখনই কিছু বলবে না বিশেষ সৌদি পুলিশ মোতোয়ারা। আজান শেষে ৫ মিনিট সময় অতিবাহিত হলে মোতোয়া থানায় রিপোর্ট দিয়ে দিবে। মোতোয়ারা নিজেরা গ্রেফতার করতে পারে না। রিপোর্ট পেয়ে সাদা পোশাকের পুলিশ এসে যে কোন মুহূর্তে আপনাকে থানায় নিয়ে যাবে।

সম্প্রতি একটি দোকান থেকে একজন বাঙ্গালী স্টাফকে রাত একটায় ধরে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। কারণ সে মাগরিবের সময় দেরীতে দোকান বন্ধ করেছে। হতে পারে কেউ নামায পড়ে কিন্তু আজান দেওয়ার সাথে সাথে দোকান বন্ধ করে না দিলে ২৪ ঘন্টা বা তার অধিক ২ হতে ৩ দিন ও থানা হাজতে থাকতে হতে পারে। এভাবে দুই বার ধরা পড়ার পর আর আকামা হবে না।

এফএফ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ