শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


পাকিস্তানে আদালতে বিস্ফোরণে নিহত ১২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

pak3আওয়ার ইসলাম: পাকিস্তানের উত্তরাঞ্চলীয় শহর মারদানের একটি আদালতে আত্মঘাতী হামলায় অন্তত ১২ জন নিহত এবং ৪১ জন আহত হয়েছে। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে শুক্রবার বিবিসির অনলাইন ভার্সনে এ খবর প্রকাশ করা হয়।

পুলিশ জানায়, হামলাকারী আদালত প্রাঙ্গণে একটি গ্রেনেড ছুড়ে মারে এবং নিজের শরীরে থাকা বোমার বিস্ফোরণ ঘটায়। নিহতদের মধ্যে আইনজীবী, পুলিশ কর্মকর্তাসহ সাধারণ মানুষও রয়েছে বলে জানায় পুলিশ।

এছাড়া এ ঘটনার কয়েক ঘণ্টা আগে আজ শুক্রবার পেশোয়ারের কাছে খ্রিস্টান অধ্যুষিত একটি এলাকায় চার আত্মঘাতী হামলাকারী নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছে। দুটো হামলাই পাকিস্তানের উত্তরে খাইবার পাখতুনখাওয়া প্রদেশে ঘটেছে।

এখনো পর্যন্ত কোনো জঙ্গি সংগঠন আদালতে হামলার দায় স্বীকার করেনি। কিন্তু জঙ্গি গোষ্ঠী তালেবানের উপদল জামায়াতুল আহরার খ্রিস্টান এলাকায় হামলার দায় স্বীকার করেছে।

এর আগেও পাকিস্তানে আইনজীবীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। গত মাসে কোয়েটায় বোমা বিস্ফোরণে ১৮ জন আইনজীবী নিহত হয়েছিল। ওই হামলারও দায় স্বীকার করেছিল জামায়াতুল-আহরার।

সূত্র: বিবিসি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ